বাজারে ছেড়ে গেছে ৫০০-র জাল নোট, সতর্কবার্তা RBI এর; কিভাবে বুঝবেন আসল না নকল

একদিকে মহামারীর আর্থিক সংকট অন্যদিকে বাজার ছেয়ে গেছে ৫০০ টাকার জাল নোটে। চলতি বছরে রিপোর্ট পাওয়া অনুযায়ী জাল নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৮% এর কাছাকাছি। সকলকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 

Rupee today falls against US dollar, breaches 76 per USD

২০১৬ সালের ৮ই নভেম্বর রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ দিতে গিয়ে নোট বন্দির কথা বলেন। বাতিল করা হয় ৫০০ ও ১০০০ টাকার নোট। কালোবাজারি রুখতেই এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদি। তারপরে বাজারে আসে নতুন ৫০০ টাকার নতুন নোট এবং বলা হয়েছিল এই নোটকে কোনভাবেই নকল করা সম্ভব নয়।  

কিন্তু পরিসংখ্যান বলছে বর্তমান সময়ে এই নোটের জাল সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তবে অন্যান্য নোটের জাল সংখ্যা অপেক্ষাকৃত কমেছে। এবার জেনে নিন, ৫০০ টাকার আসল নোট চিনবেন কিভাবে:-

Rs 500 currency note by RBI: 15 must-know salient features of new currency and how you can identify it - The Financial Express

১) ৫০০ টাকার জাল নোটের ক্ষেত্রে তাকে আলোয় ধরলে ৫০০ সংখ্যাটি স্পষ্ট ইংরেজিতে লেখা থাকে।

২) আসল হলে নোটের উপর লেখা ৫০০ সংখ্যাটা দেবনাগরী হরফে ছাপা থাকবে।

৩) পুরাতন নোটের তুলনায় নতুন নোটে মহাত্মা গান্ধীর ছবি অবস্থানটা কিছুটা ভিন্ন হবে।

৪) মহাত্মা গান্ধীর ছবি ডান পাশে থাকবে গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান সহ গভর্নরের স্বাক্ষর ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (RBI) লোগো থাকবে।

৫) ৫০০ টাকার নোটের পিছনের বাঁ দিকের অংশে ‘স্বচ্ছ ভারত’ এর লোগোটি থাকবে।

৬) এছাড়াও নোটটির পিছন দিকে থাকবে লালকেল্লার ছবি।