বিশ্বের ৫ খেলোয়াড় যারা সর্বাধিক ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত সর্বোচ্চ ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। অধিকাংশ ম্যাচেই তিনি তার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। এবার তারই পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আজকের প্রতিবেদনে রয়েছে, যে পাঁচ ক্রিকেটার সর্বাধিক ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) সনাথ জয়সুরিয়া: ১৩ বার

Melbourne club side lands coaching coup with Jayasuriya | cricket.com.au

শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। একজন স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীকালে দুর্দান্ত ওপেনার হয়ে ওঠেন। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ২ বার ও ওয়ানডেতে ১১ বার, মোট ১৩ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন।  

৪) শাকিব আল হাসান: ১৪ বার

Coronavirus: Bangladesh all-rounder Shakib Al Hasan to auction 2019 World  Cup bat for donation

বাংলাদেশের দুর্দান্ত অলরাউন্ডার সাকিব আল হাসান এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। প্রতিটি ম্যাচে তিনি দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখেন। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ৫ বার, ওয়ানডেতে ৬ বার ও টি-টোয়েন্টিতে ৩ বার, মোট ১৪ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন।  

৩) জ্যাক ক্যালিস: ১৫ বার

CWC 2019: WATCH – Jacques Kallis picks his all-time ODI XI, includes three  Indians and two Pakistanis

সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় জ্যাক ক্যালিস গণ্য হন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ৩ নম্বরে ব্যাট করতেন এবং অনেক স্মরণীয় ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ৯ বার ও ওয়ানডেতে ৬ বার, মোট ১৫ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন।  

২) বিরাট কোহলি: ১৯ বার

Virat.. - Virat Kohli – Is the ODI Conversion rate fading?

বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার ধারাবাহিকতায় ভারতীয় দল অনেকবার সাফল্য পেয়েছে। প্রতিটি ম্যাচে তিনি দলের হয়ে সর্বোচ্চ পারফরম্যান্স করার চেষ্টা করেন। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৯ বার ও টি-টোয়েন্টিতে ৭ বার, মোট ১৯ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই সবার শীর্ষে পৌঁছে যাবেন তিনি।

১) শচীন টেন্ডুলকার: ২০ বার

10 Years After First-Round Exit From 2007 World Cup, Sachin Tendulkar  Reveals How He Wanted To Quit Then And There

ক্রিকেটের অধিকাংশ পরিসংখ্যানের শীর্ষে রয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার। তার নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের জন্যই এই জায়গায় পৌঁছেছেন। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ৫ বার ও ওয়ানডেতে ১৫ বার, মোট ২০ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন।