৩ জন বিখ্যাত টেস্ট খেলোয়াড়, যারা আইপিএলেও সফল হয়েছেন

আন্তর্জাতিক ক্রিকেটে বেশকিছু খেলোয়াড় ছিলেন যারা হয়তো টেস্ট খেলার জন্যই জন্মেছিলেন। যে কারণে তাদের আদর্শ টেস্ট খেলোয়াড় বলেও গণ্য করা হতো। এদিকে আইপিএল ও টেস্ট দুটি সম্পূর্ন ভিন্ন ফরম্যাটের খেলা, তা সত্ত্বেও সেই সকল খেলোয়াড় এই টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায় সফল হয়েছিলেন। টেস্ট খেলোয়াড় হলেও তারা নিজেদের দক্ষতা দেখিয়েছেন। এই প্রতিবেদনের তেমনি ৩ জন খেলোয়াড়ের সম্পর্কে বিস্তারিত বলা হল:

৩) অনিল কুম্বলে:

 ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও সফল হয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক কুম্বলে ৫৪ ম্যাচে ৭-রও কম ইকোনমিতে ৫৭টি উইকেট নিয়েছেন। একবার পাঁচটি উইকেটও নিয়েছিলেন তিনি। ২০০৯ আইপিএল ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।  

২) জ্যাক ক্যালিস:

শ্রেষ্ঠ অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন জ্যাক ক্যালিস। বোলিং ব্যাটিং উভয় ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করা এই খেলোয়াড়ও আইপিএলে সফল হয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে জ্যাক ক্যালিস ৯৮ ম্যাচে ২৪০০ এরও বেশি রান সহ ৬৫টি উইকেট নিয়েছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯ রান। তার ব্যাট থেকে এসেছে ১৭টি হাফ সেঞ্চুরি। জ্যাক ক্যালিসকে একজন ধীরগতির ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হলেও তিনি এই ধারণাটিকে ভুল প্রমাণ করেছিলেন।

১) রাহুল দ্রাবিড়:

টেস্ট ক্রিকেটের ‘দ্যা ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড়ও আইপিএলে সাফল্য পেয়েছেন। রাহুল দ্রাবিড়কে একজন টেস্টের আদর্শ খেলোয়াড় বলে মনে করা হলেও তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ৮৯ ম্যাচে ২১০০ এরও বেশি রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৫ রান। এছাড়াও দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে মোট ১১টি হাফ সেঞ্চুরি।