২০টি চমকপ্রদ তথ্য, যা আপনাকে অবাক করবে

তথ্য জানতে কার না ভালো লাগে? বিশেষ করে কৌতুহলপ্রবন মানুষেরা অজানাকে জানতে আগ্রহী হয়ে থাকেন। আজকের প্রতিবেদনে রয়েছে তেমনি কয়েকটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো! জেনে নিন:-

১) অধিকাংশ মানুষের চোখের রং কালো কিংবা বাদামী বর্ণের। তবে জেনে অবাক হবেন বিশ্বে ২% মানুষ রয়েছেন যাদের চোখ সবুজ বর্ণের।

২) আজ যেখানে হিমালয় অবস্থিত সেখানে দুটি বিশাল সাগর ছিল। ক্রমাগত চাপ ও তাপের ফলে ধীরে ধীরে ভঙ্গিল পর্বতমালার (হিমালয়) সৃষ্টি হয়।

৩) মাটির অভ্যন্তরে এখনও এত পরিমাণে সোনা রয়েছে যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয় তবে প্রতিটি ব্যক্তির অংশে ৪ কেজি সোনা আসবে।

৪) আপনি যদি ভাবতে ভাবতে ঘুমান তবে মস্তিষ্ক ঘুমের মধ্যেও ভাবতে থাকে, যার কারণে ঘুম থেকে উঠে ক্লান্তি অনুভব করেন।

৫) প্রতিদিন ৩০ মিনিটের ব্যায়াম আপনাকে ১০ শতাংশ স্মার্ট করে তোলে।

৬) মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। তবে হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।।

৭) বিশ্বের প্রথম কম্পিউটার মাউস ১৯৬৪ সালে তৈরি হয়েছিল, তাও কাঠ থেকে।

৮) আপনি যে জল পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও!

৯) রাতের অন্ধকারে চিতাবাঘের দৃষ্টিশক্তি আরও প্রখর হয়।

১০) মহাশূন্যে এমন এক জলের আধার ভাসমান অবস্থায় আছে যা সূর্যের তুলনায় ১ লাখ গুন বড় এবং সেখানে আছে পৃথিবীর সব মহাসাগরে থাকা জলের তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুন বেশি জল।

১১) জেনে অবাক হবেন, ভারতের ১০০ জনের মধ্যে মাত্র ৩ জন ট্যাক্স দেয়।

১২) কপি এবং পেস্ট আবিষ্কার করেছিলেন আমেরিকার ল্যারি টেসলার। ধন্যবাদ ল্যারি!

১৩) অ্যাপেল এর আবিষ্কর্তা স্টিভ জবস কখনো নিজের গাড়িতে নাম্বার প্লেট ব্যবহার করেননি। কারণ তিনি ৬ মাসের মধ্যেই পুরনো গাড়িটি বদলে একটি নতুন গাড়ি কিনতেন।

১৪) চাঁদের বুকে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে নাসা। এর গতি আমাদের মোবাইলের ইন্টারনেট গতি থেকেও বেশি, ১৯ এমবি/সেকেন্ড।

১৫) উত্তর কোরিয়ায় কেউ অপরাধ করলে তার তিন পুরুষ ধরে জেল খাটতে হয়।

১৬) মধু একমাত্র খাবার যা কখনো পচেনা। তিন হাজার বছর পূর্বের মিশরের পিরামিডের তলায় কয়েকটি মধুর ভাঁড় পাওয়া গেছে।

১৭) এখনো অব্দি পরমাণু বোমায় যত মানুষ নিহত হয়েছে তার থেকে বেশি মানুষ মারা গেছে AK-47 বন্দুকের গুলিতে।

১৮) মহিলাদের মধ্যে প্রায়শই আয়রনের ঘাটতি থাকে তবে আপনি যদি খাবারের সাথে প্রতিদিন সবুজ লঙ্কা খান তবে আপনার ঘাটতিও পূরণ হবে।

১৯) যদি মানুষের দেহের ত্বক সমতলভাবে ছড়িয়ে দেওয়া হয় তাহলে ২০ বর্গফুট জায়গা দখল করবে।

২০) দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ, যার তিনটি রাজধানী রয়েছে। যথাক্রমে: কেপটাউন, প্রিটোরিয়া ও ব্লুমফন্টেইন।