১৯ ডিসেম্বর: জানেন অতীতে কী ঘটেছিল আজকের দিনে?

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

১৬৭৫ সাল: আজকের এই দিনে দিল্লীতে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ প্রচেষ্টা ব্যর্থ হলে ওরঙ্গজেবের নির্দেশে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ করা হয়।

Persian Sources Reveal Martyrdom of Guru Tegh Bahadur Sahib Ji - DSU

১৬৮৩ সাল: এই দিনে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের জন্ম হয়।

১৮৬০ সাল: এই দিনে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির মৃত্যু হয়। তিনি ভারতকে পাশ্চাত্যের আদলে গড়ে তুলতে চেয়েছিলেন এবং রেখে গেছেন রেলপথ, সড়ক ও টেলিগ্রাফের সুবিধাদি।

১৮৭৩ সাল: বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন।

১৯২৭ সাল: মহান স্বাধীনতা সংগ্রামী রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লা খান ও রওশন সিংহকে এই দিনে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল, যারা কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন।

The unsung heroes – The High Asia Herald

১৯১৯ সাল: ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা ওম প্রকাশ জন্মগ্রহণ করেছিলেন।

১৯৩৪ সাল: প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছিলেন।

১৯৬১ সাল: আজকের এই দিনে গোয়া স্বাধীন হয়। প্রায় ৪০ ঘণ্টা যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীর কাছে নিঃশর্তে আন্তসমর্পণ করে পর্তুগিজ বাহিনী। তবে, গোয়া স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ৩০ মে, ১৯৮৭ সালে। 

Goa Liberation Day 2020 theme, history, and significance. Why is goa liberation day celebrated ?

১৯৬৯ সাল: প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক নয়ন মোঙ্গিয়া জন্মগ্রহণ করেছিলেন।

১৯৭৪ সাল: প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচ।