এই সবুজ ঘড়িটি দিয়ে কেনা যাবে ১০টা ফ্ল্যাট, রোনাল্ডোর হাতে থাকা এই ঘড়িটির দাম জানলে অবাক হবেন!

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে থাকা এই সবুজ ঘড়িটির দাম জানলে অবাক হবেন

Cristiano Ronaldo: ক্রিস্টিয়ানো রোনাল্ডো শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, তিনি ধনী খেলোয়াড়ও বটে। অথচ এই রোনাল্ডোর বাবা একসময় দিনমজুরের কাজ করে তাকে বড় করে তুলেছেন। কিন্তু রোনাল্ডোর ফুটবলের প্রতি আকর্ষণ শৈশবকাল থেকেই। তিনি সারা বিশ্বের CR7 নামেও পরিচিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার একটি সবুজ রঙের ঘড়ি পরা ছবি ভাইরাল হয়েছে। সেই ঘড়ির দামে নামে নাকি ১০টা ফ্ল্যাট কেনা যাবে, রোনাল্ডোর হাতের এই সবুজ ঘড়ির দাম কত জানেন? আসলে বরাবরই ঘড়ির শখ রয়েছে রোনাল্ডোর। তাই স্বাভাবিকভাবে বিভিন্ন রকমের দামি ঘড়ির কালেকশনও রয়েছে সেই তালিকায়, যার মধ্যে এই সবুজ ঘড়িটি হল অন্যতম।

মোটা অঙ্কের টাকা খরচ করে নাকি এই ঘড়িটি কিনেছেন তিনি যার দাম নাকি আকাশ ছোঁয়া। সেই ঘড়িটি দেখে ভক্তদের মাঝে কৌতুহল জাগে ঘড়ির দাম কত? তিনি যে সবুজ রঙের ঘড়িটি পরে আছেন সেটি বিশ্বের এক নাম করা ব্রান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির, যেটি নিউ ইয়র্ক কেন্দ্রীভূত যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। যার দাম ভারতীয় মূদ্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা।

Image

এই সবুজ ঘড়ি টি নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুকরণে তৈরি করা হয়েছে। এই ধরনের আরও অনেকগুলি ঘড়ি রয়েছে তার। প্রায়শই এই ধরনের ঘড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে থাকেন তিনি। যদিও বর্তমানে রোনাল্ডো সৌদি আরবের আল নাসরের ক্লাবের সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমানে শোনা গিয়েছে তিনি নাকি সেখানে থাকতে চাইছেন না।

Image

সেই ক্লাব কর্তাদের সঙ্গে নাকি তা সম্পর্ক খুব একটা ভালো নেই। তাই তিনি গ্রীষ্মকালীন দল বদল বাজারে ইউরোপে ফিরতে চাইছেন। শোনা গেছে, জার্মানির বুন্দেশ লিগা খেতাব জয়ী ক্লাব বায়ার্ন এন্ড মিউনিখ এ আসতে পারেন। এখন দেখার বিষয় এটাই তিনি পুনরায় ইউরোপের ক্লাব ফুটবলে ফিরতে পারেন কিনা।