জিৎ ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন? তিনি কত টাকার মালিক জানলে আপনি অবাক হবেন

অভিনেতা জিৎ এখনো সমানভাবে কমার্শিয়াল ছবিতে অভিনয় করে যাচ্ছেন

জিৎ (Jeet) দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ২০০২ সালে ‘সাথী’ (Sathi) ছবির হাত ধরে টলিউডে (Tollywood) অভিষেক হয়। তার দীর্ঘ ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন। জিৎকে অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যেও একজন। 

মডেলিং দিয়ে কর্মজীবন শুরু তাতে খুব একটা নাম করতে পারেননি। তাই পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসেবেই এবং সাফল্যের স্বাদ গ্রহণ করেন। যদিও তার প্রথম ছবি ফ্লপ হয়েছিল। তবে টলিউডে তিনি যে কটি সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে প্রায় সবকটাই হিট হওয়ার সঙ্গে সঙ্গে একলাফে বেড়েছে তার পারিশ্রমও। তাই এখন তার সম্পত্তির পরিমাণটাও আকাশ ছোঁয়া।

বাংলার এই তারকা প্রথমে কিন্তু তার ক্যারিয়ার গড়ার চারনভূমি হিসেবে বেছে ছিলেন বলিউডকে। টলিউড ছবিতে অভিনয় করলেও আদতে তিনি একজন অবাঙালি। তার আসল নাম জিতেন্দ্র মদনানী। জিৎ তার ক্যারিয়ারের প্রথম দিকে কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন। কিন্তু সেগুলো থেকে তেমন সাফল্য পাননি। তিনি একটি তেলেগু ছবি ‘চাঁদু’ করেন সেটাও ব্যর্থ হয়।

এরপর ২০০১ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার সিনেমার জন্য নতুন নায়কের মুখের খোঁজে ছিলেন। জিৎকে তার পছন্দ হয়। ব্যাস, ‘সাথী’ সিনেমাটি সেই সময়কার সমস্ত রেকর্ড ভেঙে ১২ কোটি টাকার ব্যবসা সফল ছবি হয়ে ওঠে। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। 

এরপর একে একে জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন,১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার, আওয়ারা ছবিগুলিও বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করে। বর্তমানে ছবি পিছু তিনি ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। জিৎ এখনো তার নিজস্ব প্রোডাকশন হাউসে অনেক কমার্শিয়াল ছবি বানিয়ে যাচ্ছেন।   

১৯৭৮ সালের ৩০শে নভেম্বর কলকাতায় এক মাড়োয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন জিৎ। তার গাড়ির প্রতি খুব শখ রয়েছে এবং তার গ্যারেজে রয়েছে অডি এবং মার্সিডিজ-বেঞ্জের মতো বিলাসবহুল ব্রান্ডের গাড়ি। বর্তমানে জিতের মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সাফল্য এবং বিভিন্ন ব্র্যান্ড অনুমোদনের জন্য তার নেট মূল্য বছরের পর বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।