Google: জানেন গুগলের পুরো নাম কী? ৯০% মানুষের অজানা

Google: প্রযুক্তির যুগে গুগল ছাড়া প্রায় মানুষের জীবন অসম্পূর্ণ। এটি এমন একটি সার্চ ইঞ্জিন, যা আপনাকে সবকিছু সম্পর্কে তথ্য দেয়। আপনার জীবনের অনেক সমস্যা চুটকিতে সমাধান করে দেয় গুগল ইঞ্জিন। এই কারণে প্রতিদিন কোটি কোটি মানুষ গুগল ব্যবহার করেন। তবে জানেন কি আপনি যেটিকে বারবার google বলে থাকেন, এটি তার সংক্ষিপ্ত নাম। এবার জেনে নেওয়া যাক google এর পুরো নাম কী?

আপনি যেভাবেই হোক প্রতিদিন গুগল ব্যবহার করছেন। আপনি যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ব্যবহার করছেন তাও গুগলের ওপরেই নির্ভরশীল। যাইহোক আপনি যদি এখনও না জেনে থাকেন, তাহলে জেনে নিন। গুগলের পুরো নাম — গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ (Global Organization of Oriented Group Languages ​​of Earth)।

 

Image

ইন্টারনেটের (internet) পূর্ণরূপ কী? যে জিনিসের মাধ্যমে আপনি মোবাইলের সকল ফিচার ব্যবহার করেন, তার নাম ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট একটি সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এরও রয়েছে পূর্ণ নাম। ইন্টারনেটের পুরো নাম হলো — ইন্টারকানেকটেড নেটওয়ার্ক (interconnected network)। ইন্টারনেটকে নেটও বলা হয়ে থাকে।

কম্পিউটারের (Computer) পূর্ণরূপ কী? আপনি যে কম্পিউটার শব্দটি ব্যবহার করেন সেটি তার সংক্ষিপ্ত রূপ। এর পুরো নাম হল — কমন অপারেটিং মেশিন পারপোজলি ইউজ ফর টেকনোলজিক্যাল এন্ড এডুকেশনাল রিসার্চ (Common Operating Machine Purposely Used for Technological and Educational Research)।

মোবাইলের (mobile) পূর্ণরূপ কী জানেন? আপনি মোবাইল ছাড়া আপনার জীবন কল্পনাও করতে পারবেন না। বর্তমানে প্রতিটি মানুষ তার জীবনের বেশিরভাগ সময়ই মোবাইল নিয়েই অতিবাহিত করে। যাইহোক আপনি যাকে মোবাইল বলছেন সেটি তার পুরো নাম নয়। মোবাইলের পূর্ণরূপ হল — মডিফাইড অপিরেশন বাইট ইন্ট্রিগেশন লিমিটেড এনার্জি (Modified Operation Byte Integration Limited Energy)।