ভারতের হয়ে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার আজ সংসার চালাতে গরু মহিষ চড়াচ্ছেন

ক্রিকেট এমন একটি খেলা যেখানে রাতারাতি একজন খেলোয়াড়কে কোটিপতিতে পরিণত করে। বিশেষ করে আইপিএল লিগ শুরু হওয়ার পর অনেক অনামি খেলোয়াড়ের জীবন পুরোপুরি বদলে গেছে। এছাড়া আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়দের জীবন খুবই বিলাসবহুল হয়। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি প্রচুর টাকা আয় করে থাকেন বিভিন্ন সংস্থা থেকে। আবার কিছু খেলোয়াড় রয়েছেন যাদের ভাগ্য কখনো সহায় হয়নি, অকালেই বিস্মৃতির আড়ালে হারিয়ে গেছেন। 

এই প্রতিবেদনে তেমনই এক খেলোয়াড়ের কথা বলা হয়েছে যিনি এই পরিস্থিতিতে যথেষ্ট আর্থিক সংকটের মুখে পড়েছেন। তার নাম ভালাজি দামোর। এই অজ্ঞাতনামা ক্রিকেটার ভারতের ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিলেন আর আজ তাকে সংসার চালাতে গরু মহিষ চড়াতে হচ্ছে। জানিয়ে রাখি, ভালাজি দামোর ভারতীয় অন্ধ ক্রিকেট দলের সদস্য ছিলেন এবং তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফর্ম করেছেন।

Image

১৯৯৮ সালের বিশ্বকাপে ভালাজি দামোরের পারফরম্যান্স কেউ ভুলতে পারবেন না। তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ভারতীয় দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী কে.আর. নারায়ণের কাছ থেকে একটি পুরস্কারও পান। এর পাশাপাশি রাষ্ট্রপতি পুরো দলের প্রশংসাও করেছিলেন।

ভালাজি দামোর ক্রিকেট থেকে অবসরের নেওয়ার পর চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কোন চাকরি পাননি। এরপর তিনি তার গ্রাম পিপরানায় ফিরে আসেন। বর্তমানে ভালাজিকে নিজের ও পরিবারের পেট চালানোর জন্য গরু, মহিষ, ছাগল চরাতে হয়। জানা গেছে, তার মাসিক আয় মাত্র আড়াই হাজার টাকা।

ভালাজি দামোরের ক্রিকেট ক্যারিয়ারের কথা বলে তিনি তার খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি তার ক্যারিয়ারে মোট ১২৫টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তার ব্যাট থেকে আসে ৩১২৫ রান। একই সঙ্গে নিজের বোলিংয়েও নিয়েছেন ১৫০টি উইকেট।