পুজোর আগে ঘর পরিষ্কার করবেন? জেনে নিন সাতটি সহজ উপায়

বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। ইতিমধ্যেই অনেকে শপিং এর কাজটা সেরে ফেলেছেন। তবে পুজো মানে কেবলই সাজগোজ নয়। গোটা বাড়িতে নতুন রং লাগলে মনে হয় পুজো আসছে। সেই ছোট্টবেলা থেকে মা-ঠাকুরমারা মহালয়ার আগে থেকে ঘরছাড়া শুরু করে দিতেন। কিন্তু বর্তমানে এই প্রযুক্তির যুগে সময়ের বড্ড অভাব কিন্তু তাই বলে কি পরিষ্কার করা যাবে না? সেদিকে চিন্তা না করেই ঘরকে সহজ উপায় ঝেড়ে ফেলুন।

☞ জেনে নিন ঘর ঝাড়ার ৭টি সহজ পদ্ধতি:-

১) গোটা বাড়ি একদিনই ময়লা পরিষ্কার করতে যাবেন না। এক একটা দিন একটি করে ঘর বেছে নিন। প্রথমে ঘরের সিলিং থেকে শুরু করুন এই জন্য ব্যবহার করুন লম্বা ঝুল ঝাড়ু আর অবশ্যই মাথায় ও মুখে মাস্ক পরে নিন, নাহলে ডাস্ট এলার্জি থাকলে সমস্যায় পড়বেন।

Dusting

২) ঘরের সমস্ত আসবাবপত্র পরিষ্কার করার জন্য পাতলা কাপড় সামান্য ভিজিয়ে নিন এতে চটজলদি ময়লা দূর হয়ে যাবে।

৩) গোটা ঘরের মেঝেতে কার্পেট থাকলে তার ওপরে বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর রেখে ভাল করে পরিষ্কার করে নিলে দেখবেন আর কোনো দুর্গন্ধ উঠছে না।

৪) প্রথমে সমস্ত জানলা দরজার পর্দাগুলো খুলে নিয়ে পরিষ্কার করুন। আর না খুলতে চাইলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন কিংবা বড় নরম ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিন।

৫) জানলার গ্লাস কিংবা আয়না পরিষ্কার করার জন্য সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন, এতে কোনো দাগ হবে না এবং ঝকঝক করবে।

Dusting

৬) ঘরের মধ্যে যদি ইনডোর প্লান্ট থাকে তাহলে প্রথমে টবের মধ্যে জমে থাকা পচা কিংবা শুকনো পাতা, ফুল, ফল ফেলে দিন। এরপর গাছের সমস্ত পাতাগুলিকে নরম ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন এতে গাছ সতেজ থাকবে।

৭) ঘর ঝাড়ার সময় অনেকেই টুল বা চেয়ারের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যান বা সিলিং পরিষ্কার করেন, এতে কিন্তু বিপদ হতে পারে। তাই ছোট্ট সিঁড়ি কিনে নিতে পারেন এতে আপনার পরিষ্কার করতে সহজ হবে আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না।

সবশেষে বলে রাখি, একদিনে গোটা বাড়িটি পরিষ্কার করতে যাবেন না, এতে চাপের হয়ে যাবে ও সময় সাপেক্ষ। বাড়ির অন্যান্য সদস্যদেরও বলুন আপনাকে সাহায্য করতে। এতে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।