পাখিরা ডাইনোসরের বংশধর, মহাবিপর্যয় এলেও কেন বিলুপ্ত হলো না, জেনে নিন কারণ

Bird: খুব কম মানুষই জানেন যে পাখিরা ডাইনোসরের বংশধর। আজ থেকে প্রায় ১৬০ মিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগে বিকাশ ঘটেছিল পাখিদের। কিন্তু ৬৬ মিলিয়ন বছর আগে একটি মহাবিপর্যয়ের ফলে ডাইনোসরেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি, কিন্তু পাখিরা শুধু টিকেই ছিল না, সময়ের সাথে সাথে বিবর্তিতও হয়েছিল।

পাখি ও ডাইনোসর প্রায় ১০০ বছর একসাথে পৃথিবীতে বসবাস করেছিল কিন্তু ধীরে ধীরে তারা ডাইনোসর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এরপর এরা পালকযুক্ত থেরোপডেট পরিবারের অন্তর্ভুক্ত হয়। কিন্তু হঠাৎই একদিন পৃথিবীতে একটি বিশাল গ্রহানুর সংঘর্ষে চারিদিক ছারখার হয়ে যায় এবং জলবায়ুর বিশাল পরিবর্তন আসে।

Image

এরপর ডাইনোসরেরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেলেও কিছু পাখি বেঁচে ছিল, যা বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন। বর্তমানে পাখিদের দাঁত নেই, কিন্তু ঠোঁট আছে। কিন্তু ডাইনোসরের যুগে পাখিদের দাঁতও ছিল, আবার কিছু পাখির ছিল না। তবে মহাবিপর্যয়ের পর সমস্ত দাঁতওয়ালা পাখি বিলুপ্ত হয়ে যায়।

বিজ্ঞানীদের অনুমান যে, দাঁতের অনুপস্থিতির কারণে কিছু পাখি বেঁচে গিয়েছিল। যা দাঁতহীন পাখিদের জীবাশ্ম থেকে জানা যায়। আসলে তারা উদ্ভিদভিত্তিক খাবার খেয়ে জীবনধারণ করত, যেখানে দাঁতযুক্ত পাখিরা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল ছিল। বিজ্ঞানীদের মতে, এই বড় পার্থক্যের কারণেই দাঁতহীন পাখিরা বেঁচে যায়।

Image

জানিয়ে রাখি, আজ থেকে প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে মেক্সিকোতে একটি বিশাল গ্রহাণু এসে আঘাত করে। এরপর সাথেসাথেই পৃথিবীতে ভয়াবহ সুনামি ও ভূমিকম্প শুরু হয়। পুরো বায়ুমন্ডলের ধুলোবালি মিশে গিয়েছিল যে কারণে সূর্যের আলো পর্যন্ত আসতে পারেনি।

এই মহাবিপর্যয়ের ফলে ডাইনোসর সহ প্রাণীভোজীরা আগেই মারা গিয়েছিল, এরপর উদ্ভিদভোজীদের খাবার কমে যাওয়ায় তাদেরও অনেক প্রজাতি বিলুপ্ত হতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁতবিহীন পাখিরা মাটি খুঁড়ে দানা বা বীজ খেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়।