অবাক তথ্য: স্মার্টফোনের নিম্নাংশে এই ছোট্ট ছিদ্রটি থাকে কেন? ৯৯% লোকের অজানা

যে কারণে স্মার্টফোনের নিচে এই ছোট্ট ছিদ্রটি থাকে

Smartphone Facts: আজকাল প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন রয়েছে এবং এটি কোন জাদুকরিকাঠির চেয়েও কম নয়। ইন্টারনেট সংযোগ থাকলে তথ্য অনুসন্ধানের জন্য মুহূর্তেই আমরা পেয়ে যাচ্ছি এবং কোনো কিছু জানতে বা কারো সাথে দ্রুত যোগাযোগ করতে এই ছোট্ট ডিভাইসর চেয়ে আর ভালো কোনও বিকল্প নেই। তবে স্মার্টফোনের নিম্নাংশের এই ছোট্ট ছিদ্রটি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন! জানেন এটি কেন থাকে বা এর কাজ কী?

অনেকেই হয়তো ভাবেন এই ছোট্ট ছিদ্রটি ডিজাইনের জন্য করা হয়েছে আবার কেউ কেউ ভাবেন এর কোনও কাজ নেই। প্রথমেই জানিয়ে রাখি, কোম্পানির তরফে যখনই কোন কিছু তৈরি করা হয় তার প্রতিটি বৈশিষ্ট্যের গুরুত্ব থাকে। তেমনি স্মার্টফোনের এই ছোট ছিদ্র অংশটিরও বিশেষ গুরুত্ব রয়েছে। 

Image

এবার আসা যাক আসল কথায়, স্মার্টফোনের একেবারে নিচে চার্জিং পোর্টের পাশে থাকা ওই ছোট্ট ছিদ্রটির নাম ‘নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন’ (Noise Cancellation Microphone) আসলে এর কাজ হচ্ছে কথা বলার সময় এই মাইক্রোফোনটি সক্রিয় হয়ে ওঠে। এমনকি মুখ থেকে ফোনটা কিছুটা দূরে সরে গেলেও গলার আওয়াজ স্পষ্ট শোনা যাবে।

তবে এর বিশেষ কাজটি হল, আমরা হয়তো ফোন করার সময় এমন কোন জায়গাতে রয়েছি যেখানে প্রচুর শব্দ চারপাশে। সেই সময় কাউকে জরুরি ফোন করতে গেলে বেশ সমস্যা হয়। কিন্তু স্মার্টফোনের এই ছোট্ট ছিদ্রটি সেই সমস্যা অনেকটাই কমিয়ে দেয় অর্থাৎ আপনি কোলাহলপূর্ণ জায়গা থেকেও আপনার কথা সেই ব্যক্তি ভালোভাবে শুনতে পাবেন। 

Image

এই ছিদ্রটি সর্বদা একটি স্মার্টফোনের নিচের দিকে রাখা হয় এবং এটি চার্জিং পোর্টের সমান্তরালে থাকে। তাই কথা বলার সময় বাইরের শব্দকে অনেকটাই কম করে, যাতে অন্য মানুষটির কানে কথাটি পরিষ্কারভাবে পৌঁছায়। এভাবেই যন্ত্রটির মাধ্যমেই আমাদের কথাবার্তা চলে।