জানেন মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকে কেন? এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ

বিভিন্ন মন্দিরের চূড়ায় ত্রিশূল দেখতে পাওয়া যায়, বিশেষ করে শিব ঠাকুরের মন্দিরে। মহাদেবের আসল অস্ত্র হলো ত্রিশূল, যা সৃষ্টি স্থিতি ও ধ্বংস এই তিনটি ব্যাপারে প্রতিনিধিত্ব করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকে কেন? এটি কোন ধর্মীয় কারণ নয়, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী, মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকলে ঈশ্বর তার আশীর্বাদ সর্বদা বর্ষিত করেন এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে এর পিছনে যে বৈজ্ঞানিক কারণটি রয়েছে তা সম্পূর্ণ আলাদা।

Image

বলা হয় মন্দির সাধারণত আশেপাশের বাড়ি গুলি থেকে অনেক উঁচু হয় তাই ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে মন্দিরের চূড়ায় বাজ পড়ার আশঙ্কা থাকে এর ফলে আশেপাশে থাকা সমস্ত এলাকাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে এই ত্রিশূল।

ত্রিশুলের মূর্তি সূচালো আর এই অংশে তামার তার জড়ানো থাকে। সুতরাং বজ্রপাত হলে তা নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে এই ত্রিশূল। এও বলা হয়েছে ত্রিশূলটি প্রধান তিন দেবতার প্রতীক। যথাক্রমে তারা হলেন ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বর। একজন পৃথিবী সৃষ্টিকারী, একজন পালনকর্তা এবং অন্যজন রক্ষাকর্তা।

মহাদেব ছাড়াও দেবী দুর্গার হাতে ত্রিশূল থাকে কারণ তিনি এই অস্ত্র মহিষাসুরকে বধ করার জন্য দিয়েছিলেন। এই ত্রিশূল অত্যন্ত শুভ হয়ে থাকে। নিয়মিত এর পূজা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। অনেকেই বাড়িতে ছোট ত্রিশূল রাখেন, এর ফলে সেই বাড়িতে থাকা সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়।