টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি এমন কেন, জানালেন সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি তার মাঝেই ভারতীয় দলের নতুন জার্সি (New Jersey) প্রকাশ্যে এসেছে। বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জানিয়েছেন, এই নতুন জার্সি দেখে দর্শকদের উল্লাস ফেটে পড়েছে।

T20 World Cup 2021: Fan-inspired Team India's new jersey unveiled

তবে এই জার্সি কেবল পুরুষ ক্রিকেটাররাই নন, ভারতীয় দলের মহিলারাও একই জার্সি পড়বেন। এমনকি অনূর্ধ্ব-১৯ দলো এই জার্সি পরে মাঠে নামবে। এই বহুপ্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে ভারতীয় সমর্থকরা বাড়ি থেকে, মাঠে বসে দলের জন্য গলা ফাটাচ্ছেন। তাদেরই কথা মাথায় রেখে এই জার্সি বানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “কেবলমাত্র দেশের মধ্যেই ভারতীয় সমর্থক রয়েছেন এমনটা নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে ভারতীয় সমর্থকরা রয়েছেন। তাদের উৎসাহ এবং উল্লাস তুলে ধরেছে এই জার্সি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে উৎসাহ দেবে।”

https://twitter.com/BCCI/status/1448261099757867009?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448261099757867009%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fsourav-ganguly-explained-the-team-india-new-jersey-for-t20-world-cup-2021-dgtl%2Fcid%2F1308558

এদিকে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) জার্সিটি ভীষণ পছন্দ হয়েছে। তার কথায়, “ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে সেটাই ফুটে উঠেছে এই জার্সিতে। এই জার্সিটি বেশ আকর্ষণীয়। এই জার্সি পড়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নতুন জার্সিতে কোটি কোটি সমর্থকদের সামনে নিজেদের মেলে ধরতে আমরা প্রস্তুত।”

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বারের মতো নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত তার নেতৃত্বে কোন আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। এই বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে থাকবেন বিরাট কোহলিরা। এদিকে মেন্টর হিসাবে পাশে থাকবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।