কখনো ভেবেছেন ঘড়িতে ঘন্টার কাঁটা ছোট আর মিনিটের কাঁটা বড় হয় কেন

Clock hands are small and large: দার্শনিকরা বলেন, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো সময়। যারা সময়কে কাজে লাগায়নি, তাকে পরে অনুতপ্ত হতে হবে। সুতরাং মানুষ সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করেন। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ও ডিজাইনের ঘড়ি পাওয়া যায়। তবে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঘড়ির কাঁটাগুলোর দৈর্ঘ্য সমান নয়। 

ঘড়িতে সাধারণত ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা থাকে। আবার কিছু কিছু ঘড়িতে শুধু ঘন্টা ও মিনিটের কাঁটা থাকে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, ঘন্টার কাঁটা ছোট এবং মিনিটের কাঁটা বড় হয় কেন বা উভয় কাঁটার দৈর্ঘ্য সমান হলো না কেন? এই নিয়ে হয়তো আপনিও কখনো না কখনো ভেবেছেন!

Image

আসলে আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই চোখের সামনে দেখি এবং সেগুলোকে দেখতে কিছুটা অদ্ভুত মনে হলেও তার কারণ খোঁজার আগেই আমরা এড়িয়ে যাই। তবে এরই মধ্যে একটি হলো ঘড়ির কাঁটা। ঘড়ি আবিষ্কারের পর থেকে অনেক কিছুরই পরিবর্তন এসেছে, কিন্তু ঘড়ির কাঁটার দৈর্ঘ্যের পরিবর্তন কখনো আসেনি।

তবে বিশেষজ্ঞরা, ঘড়ির কাঁটার দৈর্ঘ্য নিয়ে কয়েকটি কারণ দেখিয়েছেন। আসলে এমনটা করার কারণ হলো যাতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য বুঝতে সহজ হয়। যদি এমনটা না হতো তাহলে উভয় কাঁটা যখন একই সরলরেখায় অবস্থান করতো তখন আমাদের বিভ্রান্তিতে পড়তে হতো এবং সময় দেখার জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হতো।

Image

দ্বিতীয় কারণে বলা হয়েছে, ঘন্টার কাঁটা ধীরে ধীরে চলে এবং এটি দুই অঙ্কের মধ্যে থাকলেও সময় নির্ধারণ করা যায়। এদিকে মিনিটে কাঁটা দ্রুত চলে এবং তা সহজেই দৃশ্যমান হয়। যদি ঘন্টার কাঁটার মতো এটি ছোট হতো, তাহলে ঘনঘন সময় দেখতে কিছুটা সমস্যা হতো বা এমনকি বিভ্রান্তিতে পড়তে হতো।