লাল রঙ দেখলেই ষাঁড় রেগে গিয়ে গুঁতো মারতে আসে কেন, এর রহস্যটা কি?

আমরা দেখেছি ষাঁড় লাল রঙ দেখলেই ক্ষিপ্ত হয়ে ছুটে আসে। আসলে সত্যি কথাটা হল ষাঁড় লাল রঙ দেখতে পায় না। এরা বর্ণান্ধ হয়ে থাকে। শুধু লাল নয়, ষাঁড় কোন রংই দেখতে পায় না।

তবে আমরা অনেক সময় দেখি যে লাল রঙ দেখলেই ষাঁড় রেগে গিয়ে গুঁতো মারতে আসে। আসলে এরা রং দেখে না, রঙিন কাপড়ের উজ্জলতা দেখতে দেখে। তবে ষাঁড়েরা যে লাল রঙ দেখতে পায়, এই বিষয়ে নানা ধরনের পরীক্ষা করার পরে এমন তথ্য উঠে এসেছে।

Why Do Bulls Charge When they See Red? | Live Science

লাল রঙ ছাড়াও অন্য কোন রঙের চাদর ব্যবহার করলেও ষাঁড়কে উত্তেজিত হতে দেখা দেখে। আসলে এরা পর্দা বা কাপড়ের নড়াচড়া দেখেই রেগে আক্রমণ কত আসে।

তবে লাল রঙ অন্যান্য রঙের চেয়ে কিছুটা উজ্জল হয়ে থাকে। তাই ষাঁড়ের সাথে লড়াইয়ে সময় লাল কাপড় ব্যবহার করে রঙের উজ্জ্বলতাকে আরও বাড়িয়ে দিয়ে ষাঁড়কে রাগান্বিত করে তোলা হয়।

Do Bulls Hate the Color Red? | Wonderopolis

তবে ষাঁড় লাল রঙ দেখে নয়, বরং কাপড়ের নাড়ানোর ভঙ্গি দেখে রেগে ওঠে। এই সময় তীব্র ক্ষিপ্ত হয়ে তারা খেলোয়াড়ের পিছন দিকে ধাওয়া করে আক্রমণ করাই থাকে ষাঁড়ের একমাত্র লক্ষ্য।