জানেন কোন মুসলিম দেশের ২০,০০০ টাকার নোটে গণেশের ছবি রয়েছে

হিন্দু সংস্কৃতি কেবল ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বের নানা প্রান্তে এই সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সে দেশের মুদ্রায় গণেশের ছবি ছাপা হয়। তবে ১০০ বা ৫০০ টাকার নোট নয়, ২০ হাজার টাকার নোটে রয়েছে গণেশের ছবি।

Image

ইন্দোনেশিয়ার নোটের সামনের দিকে রয়েছে গণেশ এবং পিছনে রয়েছে ক্লাসরুমের ছবি। সেটি শিক্ষক ও পড়ুয়াদের জন্যই রাখা হয়েছে। আসলে, গণেশকে সেদেশের শিক্ষা, শিল্প ও বিজ্ঞানের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। আশ্চর্যের ব্যাপার হলো, ইন্দোনেশিয়ায় ৮৫.৫ শতাংশ মুসলিম আর যেখানে হিন্দু মাত্র ৩ শতাংশ।

1998 Indonesia Bank Note 20,000 Rupiah - #Bank #In... - #Bank #Indonesia # Note #rupiah | Indonesia, President of indonesia, Vintage world maps

খবর সূত্রে জানা যায়, গণেশের ছবি ছাপার কারণ হলো কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেদেশের জাতীয় অর্থনীতিবিদেরা প্রস্তাব দেন, নোটের উপরে গণেশের মূর্তি ছাপা হলে পুনরায় অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এরপর থেকেই নাকি সে দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে।