জানেন সুপারম্যান কেন তার প্যান্টের উপরে অন্তর্বাস পরেন

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুপারম্যান সর্বদা প্যান্টের উপরে অন্তর্বাস পরেন। যদিও বর্তমান সুপারম্যান প্যান্টের উপরে অন্তর্বাস পরেন না। সুপারম্যান থেকে শুরু করে ব্যাটম্যান, অরন্যদেবের মত সুপার হিরোদের প্যান্টের উপর অন্তর্বাস দেখা যায়। মহাতারকাদের ক্ষেত্রে এই পোশাক স্বাভাবিক হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে তা একেবারেই অশালীন। এমনকি সকলেই হাসাহাসি করবে। তবে কেন এই বিচিত্র স্টাইল শুরু হল?

সুপারম্যানের পোশাক সম্পর্কে বলতে গেলে সুপারম্যান একটি নীল রঙের পোশাক পরেন এবং সেই নীল প্যান্টের উপরে পরেন লাল রঙের অন্তর্বাস। পিছনের দিকটা একটা লাল চাদরের মত আর বুকের মাঝখানে তৈরি করা হয়েছে সুপারম্যানের লোগো।

Why Superman is still the gold standard in superhero cinema | Entertainment News,The Indian Express

জানিয়ে রাখি, ১৯৩৮ সালে সুপারম্যানের চরিত্রটি ডিজাইন করেছিলেন জেরি সিকেল ও জো শাস্টার এবং এই সময়ে সার্কাসটি খুব বিখ্যাত হয়েছিল। মানুষরাও সার্কাসটি খুব পছন্দ করতো। আর এই সার্কাসের লোকজনকে তখন একজন সুপারম্যান হিসেবে ধরা হত।

সার্কাসের লোকেরা অনেক উঁচু থেকে লাফ দিত ও খুব বিপদজনক স্টান্ট দেখাতো এবং তাদের ট্যালেন্ট দেখিয়ে মানুষকে আনন্দ দিত আর এই সার্কাসের লোকজন দেখে তাকে সুপারম্যান চরিত্রের প্যান্টের উপরে অন্তর্বাস দেওয়া হয়। 

আসলে শারীরিক দক্ষতা ও পৌরুষেরও দিকটি ধরা পড়ে এই ধরনের পোশাক ব্যবহারে। কারণ সুপারহিরোকে অবশ্যই হতে হবে হাট্টাকাট্টা। ২০-৩০ দশকের কুস্তিগীর খেলোয়াড়দের খাটো ও টাইট পোশাকের অনুকরণেই সুপারম্যানের এই ধরনের পোশাক শুরু হয়।

সুপারম্যানের পোশাকের পর থেকে বাকি সুপারহিরোদের মধ্যে এই ধরনের প্রবণতা ছড়িয়ে পড়ে। তবে একসময় ঝড় তুলেছিল ‘শক্তিমান’। অনেকটা বিদেশি সুপারহিরোদের মত হলেও গুণগত মানে তাদের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। তবে শক্তিমানের অন্তর্বাস প্যান্টের ওপরে ছিল না।