জানেন ইলেকট্রিক প্লাগের মধ্যে তিনটি পিন থাকে কেন? এর কারণ জানলে চমকে যাবেন

যে কারণে ইলেকট্রিক প্লাগে তিনটি পিন থাকে

Electric Plug: দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু জিনিস দেখি, যার বৈশিষ্ট্য দেখে কিছুটা অবাক লাগলেও এর কারণ খুঁজে পাইনা বা অনেকেই এড়িয়ে যান। আসলে, যে কোন বস্তু নির্মাণের কৌশলের পিছনে লুকিয়ে থাকে কোন না কোন জরুরী কারণ। তেমনি একটা হল বৈদ্যুতিক প্লাগ। বেশিরভাগ বৈদ্যুতিন সরঞ্জাম প্লাগে তিনটি পিন থাকে, কিন্তু কেন এমনটা প্রয়োজন হয় জানেন?

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই থ্রি পিন প্লাগের (three pin plug) মধ্যে দুটি পিনের আকার সমান। আর মাথায় থাকা পিনটা কিছুটা মোটা। এই পিনটি সাধারণত একটি সবুজ তারের সাথে সংযুক্ত থাকে আর একে বলা হয় ‘আর্থ ওয়্যার’ (earth wire)। স্বাভাবিকভাবে, তৃতীয় পিন এবং সবুজ তারের মধ্যে দিয়ে কোন বিদ্যুৎ প্রবাহিত হয় না।

Image

এবার নিশ্চয়ই ভাবছেন এই তৃতীয় পিনটি না থাকলে কি এমন হতো! আসলে কখনো কখনো বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি দেখা দিলে এই প্লাগের মধ্যে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে যদি কেউ ওই বৈদ্যুতিক সরঞ্জামটি স্পর্শ করেন, তাহলে মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এমনকি তিনি মারাও যেতে পারেন।

তাই এই বিশেষ কারণের জন্যই ইলেকট্রিক প্লাগের মধ্যে তৃতীয় পিনটি সংযুক্ত করে রাখা হয়। যদি কখনো বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় এটি আর্থিং করে অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে তা মাটির দিকে ঠেলে দেয়। একে ইলেকট্রিক্যাল গ্রাউন্ডিংও (electrical grounding) বলা হয়।

Image

বৈদ্যুতিক সরঞ্জামে ত্রুটি দেখা দেওয়াটা স্বাভাবিক। তখন এই যন্ত্রটিতে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ হতে থাকে। কিন্তু প্লাগের মধ্যে তৃতীয় পিনটি থাকায় বৈদ্যুতিক সরঞ্জাম থেকে তড়িৎদাহত হওয়ার সম্ভাবনা কমায়। বলা যেতে পারে, খানিকটা সুরক্ষার প্রদান করে। তাই এই সকল সমস্যা এড়ানোর জন্যই প্লাগের মধ্যে তৃতীয় পিনটি রাখা হয়।