কখনও ভেবেছেন সড়কের মাঝে হলুদ বা সাদা দাগ থাকে কেন

পথ ভ্রমনে গেলে রাস্তার মাঝে হলুদ বা সাদা দাগ আমরা দেখতে পাই, কিন্তু কখনো ভেবেছেন কি এই দাগ দেওয়া থাকে কেন? যাত্রীদের এই সম্পর্কে না জানলেও হবে কিন্তু চালকদের অবশ্য এ ব্যাপারে জানতে হয়। আর না জেনে থাকলে অন্তত পুলিশের জরিমানা এড়াতে জেনে রাখা ভালো।

জরিমানার কথা বাদ দিলেও নিজে নিরাপত্তার জন্যই বিষয়টি জেনে রাখা খুবই জরুরী। বর্তমানে যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে তাতে এমনটা আশঙ্কা থেকেই যায়। এবার আসা যাক আসল কথায়। আপনি কোথায় ওভারটেক করবেন আর করতে পারবেন না, তা এই দাগের মাধ্যমে বুঝে দেওয়া হয়েছে।

Image

আপনি যদি ছাড়া ছাড়া সাদা লাইন দেখতে পান ওই রাস্তায় আপনি লেন বদলাতে পারেন কিন্তু তা সাবধানে ও সতর্কতার সাথে করতে হবে। আর রাস্তায় যদি হলুদ দাগ থাকে তাহলে আপনাকে ওই রাস্তায় ওভারটেক করার অনুমতি দেয়। কিন্তু হলুদ লাইন ক্রস করে বের হতে পারবেন না।

এছাড়াও বলা হয়েছে দুটো লাইন পাশাপাশি সমান্তরাল ভাবে গেলে আপনি কোনভাবেই লাইনের বাইরে বের হতে পারবেন না। এই তথ্যটি জানার পর সচেতন হওয়া ভালো এতে আপনারই মঙ্গল। সড়ক নিরাপদ হলে আপনিও নিরাপদ আর আপনি নিরাপদ হলে সড়কও নিরাপদ।