ইনজেকশন দেওয়ার সময় কয়েক ফোঁটা ওষুধ বাইরে ফেলা হয় কেন? এর কারণ জানলে চমকে যাবেন

কয়েক ফোঁটা ওষুধ বাইরে না বের করলে আপনার মৃত্যুও পর্যন্ত হতে পারে

injection: ছোটখাটো শারীরিক সমস্যা প্রায় প্রতিটি মানুষের লেগেই রয়েছে এবং এর জন্য কখনো কখনো ইনজেকশন নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ইনজেকশনের কোনো বিকল্প নেই। এমনকি জরুরী অবস্থাতেও রোগীকে (patient) ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়ে ওঠে। 

শৈশবে ইনজেকশন নেওয়ার নাম শুনে অনেকে ভয় পেয়ে যেত। তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চিকিৎসকরা (physician) ইনজেকশন দেওয়ার আগে কয়েক ফোঁটা ওষুধ (medicine) বাইরে বের করে দেন। কিন্তু এমনটা করার কারণ কী জানেন?  

Image

সিরিঞ্জ ডাক্তারদের একটি ব্যবহৃত যন্ত্র, যার মাধ্যমে তারা রোগীর দেহে তরল ওষুধ প্রয়োগ করেন, আবার কখনো দেহ থেকে রক্ত নিয়ে নমুনা সংগ্রহ করেন। তবে একবার সিরিঞ্জ ব্যবহার করার পর, দ্বিতীয়বার তা ব্যবহার করা যায় না। এতে রক্তবাহী জীবাণু থাকতে পারে যা মানব শরীরের জন্যও ক্ষতিকর।

এবার আসা যাক আসল কথায়, চিকিৎসকরা যদি সিরিঞ্জ থেকে কয়েক ফোঁটা ওষুধ বাইরে না বের করেন, তাহলে আপনার প্রাণ সংশয় হয়ে উঠতে পারে। আসলে যখনই ইনজেকশনে ওষুধ ভরা হয়, তখন কিছুটা বাতাস (Air Bubble) ঢুকে যায়, যা শরীরের ব্লাড ব্লকেজ করতে পারে, যা ফলে মৃত্যুর আশঙ্কা থাকে।

Image

আসলে, এই এয়ার বাবল আপনার শরীরে প্রবেশ করার পরই ধমনীর মধ্যে বাধা সৃষ্টি করতে পারে, তাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে আপনার মৃত্যুও ঘটতে পারে। আর এই কারণেই চিকিৎসকেরা ইনজেকশন দেওয়ার আগে সিরিঞ্জ এ কিছুটা আঘাত দিয়ে সামান্য পরিমাণ ওষুধ বাইরে বের করে দেন।