২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাট করবেন কে? এই ৩ জন প্রতিযোগী

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নির্দেশনায় ভারতীয় দল এবার কোন কসরত ছাড়তে চায় না এবং এই আইসিসি টুর্নামেন্ট জিতে ১০ বছরের খরা শেষ করার চেষ্টা করবে। ২০১৩ সালে ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল।

এদিকে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করবে কে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচ রাহুল দ্রাবিড়ের পরীক্ষা-নিরীক্ষার দিকে তাকালে মনে হয় কোনও খেলোয়াড়ই এখনও নিশ্চিত নন। আমরা যদি এই পজিশনে তিনজন বড় প্রতিযোগী দিকে তাকাই, তাহলে শ্রেয়াস আইয়ারের নাম সবার শীর্ষে রয়েছে।

১) শ্রেয়াস আইয়ার: 

ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্বকারী শ্রেয়াস আইয়ার ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার ব্যাটিং দেখে মনে হয় মাঠে থাকাটা উপভোগ করতে করতে রানের গতি বাড়িয়ে দেন। চলতি বছরে তিনি ১৪ ইনিংসে ৬০ এর দুর্দান্ত গড়ে মোট ৭২১ রান করেছেন। ছয়টি হাফ সেঞ্চুরি সহ তার স্ট্রাইক রেট ৯২ এবং সর্বোচ্চ স্কোর ১১৩। যদিও আইয়ার চার নম্বরে মাত্র ৪টি ইনিংস খেলেছেন কিন্তু আবার সর্বোচ্চ রান এসেছে এই পজিশনে।

২) ঋষভ পান্থ:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আপাতত মাঠের বাইরে রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। তার পিঠে চোখে চোখে সমস্যা রয়েছে। টি-টোয়েন্টির তুলনায় তার ওয়ানডের রেকর্ড অনেক ভালো। ২০২২ সালের ওয়ানডেতে পান্থ ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৪ ইনিংসে ৩৭ গড়ে ২৬২ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে তার সেরা স্কোর ১২৫। তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং ১০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন।

৩) সূর্যকুমার যাদব:

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টির ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তিনি এত বেশি ভিন্ন ভিন্ন শট খেলেন যে অনেক ক্রিকেটার তাকে বর্তমানে সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় বলতে শুরু করেছেন। ২০২২ সালে ওয়ানডেতে ৪ নম্বরে সূর্য কুমারের ৩ ইনিংসে এসেছে মাত্র ৩০ রান! সামগ্রিকভাবে সূর্যকুমার ১৬টি ওয়ানডে ম্যাচে ৩২ গড়ে ৩৮৪ রান করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ৬৪। এই ক্ষেত্রে তিনি শ্রেয়াস এবং পান্থের পিছনে আছেন। তবে টিম ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করবে তারা এই ফরম্যাটে সূর্যকুমারকে কিভাবে দেখবে।