WHO ভারতের ৪টি কাশির সিরাপকে মারাত্মক বলে ঘোষণা করেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) A ভারতের চারটি কাশির সিরাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে। ভারতের মেদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এই কাশির সিরাপ গুলিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক বলে বর্ণনা করেছে। বলা হয়েছে পশ্চিম আফ্রিকায় দেশ গাম্বিয়াতে কিডনিতে গুরুতর আঘাতের কারণে ৬৬ জন শিশুর মৃত্যু হয় এবং এরজন্য ভারতীয় এই কোম্পানিকে দায়ী করেছে।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ভারতের হরিয়ানায় তৈরি এই চারটি সিরাপ শিশুদের জন্য খুবই মারাত্মক। যথাক্রমে সিরাপ গুলি হল — প্রোমেথাজিন ওরাল সলিউশন, কোফ্যাক্সমালিন বেবি কফ সিরাপ, মেকঅফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ অ্যান্ড কোল্ড সিরাপ। জানা গেছে এই ওষুধে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোলের মাত্রা বেশি রয়েছে। এই উভয় রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য প্রাণঘাতী এবং মারাত্মক হতে পারে।

Image

WHO এই ভারতীয় কোম্পানিতে তদন্ত চালিয়ে দেখবে এবং ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলির সাথেও যোগাযোগ রাখবে। যদিও হরিয়ানার এই ফার্মা কোম্পানি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ভারতীয় কোম্পানি মেদিন ফার্মার চারটি কাশির সিরাপ নিয়ে তদন্ত চলছে।

এদিকে গাম্বিয়ান সরকার বলেছে যে গত সপ্তাহে কিডনিতে গুরুতর আঘাতে রিপোর্টে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর বিষয়ে একটি তদন্ত করা হয়েছিল যেখানে ভারতীয় কাশির সিরাপকেই দায়ী বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে যে এই ধরনের প্রাণঘাতী উপাদান সম্বলিত ওষুধগুলি ব্যবহার করবেন না।