ভারতীয় ক্রিকেটের এই ৫টি তথ্য ভুল মনে হলেও, তা একেবারেই সত্যি

ভারতবর্ষে ধর্মের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয় ক্রিকেটকে। কারণ এই দেশে কোটি কোটি ক্রিকেট অনুরাগীরা উৎসাহের সাথে খেলাটি উপভোগ করেন এবং যেকোন খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করেন। তবে ভারতীয় ক্রিকেটের কথা বললে এমন কয়েকটি তথ্য রয়েছে যেগুলি সম্পূর্ণ ভুল মনে হলেও আসলে তা একেবারেই সত্য। এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি তথ্য:

১) বল না করেই উইকেট পান বিরাট কোহলি:

বিরাট কোহলি সাধারণত ব্যাটিংয়ের জন্য খবরের শিরোনামে আসেন কিন্তু বোলিংয়ের ক্ষেত্রেও তার এমন একটি রেকর্ড রয়েছে যা পুরোপুরি অবিশ্বাস্য মনে হতে পারে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলির হাতে বল তুলে দেন অধিনায়ক ধোনি। ক্রিজে ছিলেন কেভিন পিটারসেন। বিরাটের প্রথম বলটি ওয়াইড হলেও দুর্ভাগ্যবশত তিনি স্টাম্প আউট হন। এক্ষেত্রে বল না করেই বিরাটের খাতায় একটি উইকেট জমা হয়।

২) মন্দীপ সিং দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন:

আইপিএলের একজন পরিচিত মুখ মন্দীপ সিং যিনি ১০৮ ম্যাচে ২১ গড়ে ১৬৯২ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৬টি হাফ সেঞ্চুরি। এছাড়া তিনি ভারতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তবে জানেন কি, ২০১৫ সালে মন্দীপ সিং দক্ষিণ আফ্রিকার এ টিমের হয়ে খেলেছিলেন। আসলে সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রায় ৪০ জন খেলোয়াড় পেটের সমস্যার পাশাপাশি ক্র্যাম্পেও ভুগছিলেন। তাই দক্ষিণ আফ্রিকা এ টিমের তরফে মনদীপ সিংকে ফিল্ডিংয়ের জন্য আহ্বান জানানো হয়েছিল।

৩) বিরাট কোহলি বিশ্বের সেরা ১০তম অলরাউন্ডার:

বিরাট কোহলি একজন অলরাউন্ডার! কথাটি বিশ্বাস না হলেও ২০১৭ সালে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুসারে কোহলি বিশ্বের ১০তম সেরা অলরাউন্ডার হিসাবে স্থান পেয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো, ওই বছরের কোহলি একটিও বল করেননি কিন্তু ১৯০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ ১০ অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

৪) স্কটল্যাণ্ডের হয়ে রাহুল দ্রাবিড় খেলেন:

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড় টেস্ট ও ওয়ানডে উভয় ক্রিকেটেই ১০ হাজারেরও বেশি রান করেছেন। টেস্টে দ্রাবিড় ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তবে জানেন কি, ২০০৩ সালে রাহুল দ্রাবিড় স্কটল্যাণ্ডের হয়ে ১১ ওয়ানডে ম্যাচে ৬০-র বেশি গড় নিয়ে ৬০০ রান করেন। তিনি ২০১২ সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

৫) ৪ ওপেনার মিলে প্রথম উইকেটে ৪০৮ রান তুলেছিল:

আপনি হয়ত ভাবছেন কিভাবে এটা সম্ভব? কিন্তু হ্যাঁ এটা সত্যি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে এই ঘটনাটি ঘটে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬১০ রান তোলে এবং যখন প্রথম উইকেট হারায় দলের স্কোরবোর্ড ছিল ৪০৮ রান। কিন্তু দুজন ওপেনিং জুটি নয়, বরং চার জন ব্যাটসম্যান নেমেছিলেন। প্রথমে দীনেশ কার্তিক ও ওয়াসিম জাফর ব্যাট করতে আসেন। কিন্তু তারা দুজনেই রিটায়ার্ড হার্ট হন। এরপর শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় খেলা চালিয়ে যান।