কোন দুটি দল T-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে, ভবিষ্যদ্বানী করেছেন বেন স্টোকস

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস দলের বাইরে রয়েছেন। চলতি টুর্নামেন্টের এখনও গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ বাকি, তার আগেই কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হবে সে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বেন স্টোকস। চলতি টুর্ণামেন্টে ইংল্যান্ড ও পাকিস্তান দল ফর্মে রয়েছে ও তারা পরপর তিনটি ম্যাচেই জয়লাভ করেছে।

T20 World Cup: All-rounder Ben Stokes predicts England vs Pakistan final on November 14 - Sports News

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান দল। এরপর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট হারিয়েছে দলটি। তৃতীয় ম্যাচেও আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। সুতরাং গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকা পাকিস্তান এখন সেমিফাইনালে তাদের জায়গার নিশ্চিত করেছে। এরপর এই বেনস্টক তার টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল?’

অন্যদিকে যদি গ্রুপ-১ এর কথা বলি তবে ইংলিশ দল এখনও পর্যন্ত তাদের সব ম্যাচ গুলি একতরফাভাবে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে। এরপর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২৫ রানে থামিয়ে তারা ১১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়।

T20 World Cup Australia v England result, news, video highlights: Ashes preview in humiliating defeat in Dubai

এমন পরিস্থিতিতে বেন স্টোকস সহ আরও অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে। এই কারণেই এই দুটি দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।