GK কুইজ: ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়?

প্রথম সূর্যোদয় দেখা যায় ভারতের কোন রাজ্যে

General Knowledge Quiz: দেশের প্রতিটি মেধাবী ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে। তবে যে কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত তথ্যগুলি জেনে রাখা উচিত এবং এগুলি পড়তেও ভালো লাগে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্ন: উত্তর-পূর্ব ভারতীয় রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) লখনউ
খ) পাটনা
গ) কলকাতা
ঘ) গোরখপুর
উত্তর: ঘ) গোরখপুর
— গোরখপুর রেলওয়ে স্টেশন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর হিসেবে কাজ করে।

২) প্রশ্ন: বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি?
ক) ভারত
খ) চীন
গ) ব্রাজিল
ঘ) আমেরিকা
উত্তর: গ) ব্রাজিল
— ব্রাজিলকে বিশ্বের ‘কফির পাত্র’ বলা হয়। বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে। আর কফি হল চায়ের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় পানীয় ফসল।

৩) প্রশ্ন: আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
ক) উত্তর প্রদেশ
খ) রাজস্থান
গ) মহারাষ্ট্র
ঘ) মধ্যপ্রদেশ
উত্তর: খ) রাজস্থান
— রাজস্থান হল ভারতের বৃহত্তম রাজ্য, এটি ৩৪২,২৩৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় ১০.৪%। তবে ভারতের এই উত্তরের রাজ্যটি জনসংখ্যার দিক দিয়ে সপ্তম বৃহত্তম।

৪) প্রশ্ন: ভূমিকম্পের কারণে সৃষ্ট সিসমিক তরঙ্গ রেকর্ড করার যন্ত্রটিকে কি বলা হয়?
ক) ব্যারোমিটার
খ) জাইরোমিটার
গ) সিসমোগ্রাফ
ঘ) ওয়াভোগ্রাফ
উত্তর: গ) সিসমোগ্রাফ
— ভূমিকম্প, বিস্ফোরণ বা অন্যান্য পৃথিবী কাঁপানো ঘটনার কারণে সৃষ্ট সিসমিক তরঙ্গ রেকর্ড করে সিসমোগ্রাফ।

৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়?
ক) মেঘালয়
খ) ত্রিপুরা
গ) অরুণাচল প্রদেশ
ঘ) মিজোরাম
উত্তর: গ) অরুণাচল প্রদেশ
— ভারতে সূর্যোদয় প্রথম দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার একটি ছোট গ্রাম ডং প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে।