বিমান যাত্রীদের মলমূত্র কোথায় গিয়ে পড়ে, জানলে অবাক হবেন

বিমান পরিষেবাকে সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বিমান যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি আরামদায়ক ও সমস্ত রকমের সেবা প্রদান করা হয়। ভারতের বড় শহর গুলি ছাড়াও ছোট ছোট শহর গুলিও আকাশপথে সংযুক্ত করা হচ্ছে। আগে শুধু ধনীরাই বিমানে যাতায়াত করতেন, কিন্তু এখন সাশ্রয়ী মূল্যের কারণে সাধারণ মানুষও ব্যাপকহারে বিমানে যাতায়াত করছেন।

airplanes

তবে বিমান সম্পর্কিত একটি খুব সহজ প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করে, যা হলো বিমান যাত্রীদের মলমূত্র অথবা টয়লেট কোথায় যায়। আপনার মাথায় নিশ্চয়ই এসেছে যে যাত্রীদের মল কি বাতাসে গিয়ে পড়ে? অনেকের মতে, প্লেনের বর্জ্য পদার্থ নিচে ফেলে দেওয়া হয় এবং নিচে পড়ার সময় হাওয়ায় মিশে যায়, ফলের নিচে উপস্থিত মানুষের উপর পড়ে না। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। 

toilets on airplanes

বিমানে ভ্রমণকারী যাত্রীদের মল টয়লেট থেকে সরাসরি পড়ে না। এটি বিমানের একটি ট্যাঙ্কে সংগ্রহ করে রাখা হয়। বর্তমানে প্রায় সব বিমানেই ভ্যাকুয়াম টয়লেট আছে। বিমানের টয়লেটে জল ফ্ল্যাশ করার জন্য ব্যবহার করা হয় না, এটি ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে কমোড থেকে সরাসরি ট্যাঙ্কে যায়। এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় ২০০ লিটার।

Image

যাত্রা শেষে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে সেখানে ল্যাভটরি স্টাফরা একটি বিশেষ ধরনের শৌচাগারের ট্যাঙ্ক নিয়ে বিমানে যান। এরপর সেই কর্মীরা বিমানের ট্যাঙ্কের সাথে ওই বিশেষ শৌচাগারের ট্যাঙ্ক যুক্ত করে দেয়। এরপর বিমানের টয়লেট ট্যাঙ্কের সমস্ত বর্জ্য পদার্থ কয়েক মিনিটেই খালি হয়ে যায়। তারপর সেই শৌচাগার ট্যাঙ্কগুলিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে খালি করা হয়। আর এভাবেই বিমানের টয়লেট ট্যাঙ্ক পরিষ্কার হয়ে যায়।