দেশে যখন ১০ টাকার নোট ছাপা হয়েছিল, তাতে গান্ধীজীর নয়, এই রাজার ছবি ছিল

10 rupee note: বর্তমান ভারতীয় মুদ্রায় সবচেয়ে ছোট নোট এখন দশ টাকা। বাজারে এই নোটটির মত এত বেশি আর অন্য কোন নোট নেই। ১৯৬৬ সালের প্রথমবার আরবিআই (RBI) দশ টাকার নোট বের করে, যেখানে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ছবি ছিল। কিন্তু এর আগেও ভারতে দশ টাকার নোট চলত কিন্তু সেগুলি সব ব্রিটিশ আমলের। এই প্রতিবেদনে চলতি দশ টাকার নোট সম্পর্কে বলা হয়েছে। 

ঔপনিবেশিক শাসন আমলের সময় যখন ১৯২৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রা প্রচলনের দায়িত্ব পায় এবং দশ টাকার নোটটি তখন থেকে প্রচলিত রয়েছে। কিন্তু এই নোটগুলিতে গান্ধীজীর ছবি ছিল না, রাজা ষষ্ঠ জর্জের ছবি ছাপা হয়েছিল। এই নোটের উলটো দিকে হিন্দি, বাংলা, বার্মিজ, তেলুগু, তামিল, কন্নড়, গুজরাটি ও উর্দু ভাষায় এর মান লেখা ছিল এবং এর সঙ্গে দুটি হাতিরও ছবি ছিল।

Image

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ১৯৬৬ সালে প্রথমবার দশ টাকার নোট জারি করে এবং তাতে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়। বর্তমানে RBI দৃষ্টিহীনদের এই মুদ্রা শনাক্ত করার জন্য ব্রেইল বৈশিষ্ট্যও ব্যবহার করে। এই নোটটির পিছনে একটি গন্ডার, একটি হাতি এবং একটি বাঘের ছবি রয়েছে, তারা সবাই একত্রে ভারতের প্রাণীকুলের প্রতিনিধিত্ব করে। তবে এটিতে বেশিরভাগই পরিবর্তন করা হয়েছে।

মহাত্মা গান্ধীর নতুন সিরিজের নোটগুলি ২০১৬ সালে ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে যে দশ টাকার নোটটি এখন বাজারে চলছে তা ২০১৮ সালে চালু করা হয়। এই নোটের সামনে গান্ধীজীর ছবি এবং উল্টোদিকে কোণার্কের সূর্য মন্দিরে ছবি রয়েছে। একইভাবে এই নোটের রং চকলেট বাদামি করা হয়েছে। আর বর্তমান দশ টাকার নোটের সাইজ হলো আগের তুলনায় কিছুটা ছোট।

Image

অন্যান্য ভারতীয় নোট গুলোর মত দশ টাকার নোটেও ১৭টি ভাষায় নোটের পরিমাণ লেখা আছে। এই নোটটির পিছন দিকে টাকার মূল্য ইংরেজি, হিন্দি ভাষায় লেখা রয়েছে। এছাড়াও আরো ১৫টি ভাষা রয়েছে। যথাক্রমে সেগুলি হল — অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মিরী, কঙ্কনি, মালায়ালাম, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু।