আপনার দেখা কোন স্বপ্নে কিসের ইঙ্গিত দেয়, জেনে নিন

ঘুমের মধ্যে স্বপ্ন আসাটা স্বাভাবিক ব্যাপার। তবে মনোবিদরা বলছেন আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় কিংবা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেক স্বপ্নের কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে, যা আমাদের ইঙ্গিত দেয়।

☞ এবার জেনে নেওয়া যাক কোন স্বপ্নে কিসের ইঙ্গিত দেয়..

Interesting Facts about How We Sleep | Sobel Pillows and Bedding

১) স্বপ্নে যদি ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখে থাকেন তাহলে দুঃখ কেটে যায়।

২) নদীতে নৌকা করে পার হওয়ার স্বপ্ন দেখলে দূরযাত্রার ইঙ্গিত দেয়।

৩) স্বপ্নে সাঁতার কাটা স্বপ্ন দেখলে সৌভাগ্যসূচক বলে মানা হয়। 

৪) স্বপ্নের মধ্যে নিজের ঘরে কিংবা অপরের ঘরে আগুন লাগা দেখলে জীবনে বিশাল পরিবর্তন আসতে পারে।

৫) জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্যোদয়ের স্বপ্ন দেখলে সৌভাগ্য বয়ে আনে।

৬) কেউ যদি আপনার টাকা নিয়ে পালানোর স্বপ্ন দেখেন তাহলে পাওনা টাকা প্রাপ্তির লক্ষণ হয়।

৭) পায়ে সাপ, বিছা কিংবা কোন পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখেন তাহলে কষ্ট দূর হয়ে যায়।

৮) স্বপ্নের মধ্যে ছাগল কিংবা গরুর স্বপ্ন দেখলে দুঃসময় কেটে যায়।

৯) কুকুরের সঙ্গে খেলার স্বপ্ন দেখলে তা ব্যবসায়ের ক্ষেত্রে লাভের উন্নতির লক্ষণ বলে ধরা হয়।

১০) স্বপ্নে বক, মুরগি কিংবা হাঁস দেখলে তার চতুরা স্ত্রী লাভের ইঙ্গিত দেয়।

স্বপ্ন নিয়ে এমন অনেক ব্যাখ্যা বা প্রচলিত বিশ্বাস রয়েছে, রয়েছে মতান্তরও। যদি এই ব্যাখ্যা গুলিকে বিশ্বাস করেন তাহলে মিলিয়ে দেখতে পারেন আপনার স্বপ্ন কি ইঙ্গিত দিতে চায়!