ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়েই খাওয়ায়?

মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়, সেটা কী?

Interview Questions: ইন্টারভিউয়ের প্রশ্নগুলি সবসময় খবরের শিরোনামে থাকে। এখানে পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন কিছু অদ্ভুত প্রশ্ন করা হয় যা শুনে অনেকের মাথা ঘুরপাক খায়। তবে প্রশ্নগুলি শুনে কঠিন মনে হলেও জলের মতো সহজ। এর জন্য ঠান্ডা মাথায় চিন্তা করলেই প্রশ্নের উত্তর সহজেই বেরিয়ে আসবে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উত্তরঃ কেরালা।

২) প্রশ্নঃ যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রং কেমন হতো?
উত্তরঃ কালো।

৩) প্রশ্নঃ ভারতের জনগণের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ এপিজে আব্দুল কালাম।

৪) প্রশ্নঃ সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র টির নাম কি?
উত্তরঃ TISCO, জামশেদপুর।

৫) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানকে যুক্ত করেছে কোন সেতু?
উত্তরঃ আমন ব্রিজ।

৬) প্রশ্নঃ বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ অর্থাৎ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৭৬৯ সালে।

৭) প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্রের লেখা ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮ সাল)।

৮) প্রশ্নঃ চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে?
উত্তরঃ ১৯৭৩ সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামের গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে, গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয়।

৯) প্রশ্নঃ দেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ আমলে জেলে বন্দি ছিলেন?
উত্তরঃ রামাস্বামী ভেঙ্কটরমণ (ভারতের অষ্টম রাষ্ট্রপতি, ১৯৮৭-১৯৯২)

১০) প্রশ্নঃ ভারতীয় ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে?
উত্তরঃ লালা অমরনাথ।

১১) প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ শ্রীরামপুর, হুগলি।

১২) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয়।

১৩) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?
উত্তরঃ জাপানের টোকিও, ৩৯ মিলিয়ন মানুষ বসবাস করেন।

১৪) প্রশ্নঃ বঙ্গোপসাগরের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ পূর্বসাগর।

১৫) প্রশ্নঃ কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়েই খাওয়ায়?
উত্তরঃ ধোঁকা (প্রেমে প্রতারণা)।

 

error: Content is protected !!