জানেন মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন কত? বড় বড় অফিসারও লজ্জা পাবেন

মুকেশ আম্বানি এমন একটি নাম যিনি কঠোর পরিশ্রম করে নিজেকে বিশ্বের সেরা ধনীদের তালিকায় রেখেছেন। তার বাড়িটিও ও বিশ্বের সবচেয়ে দামি বাড়ি গুলির মধ্যে একটি। মুকেশ আম্বানির ব্যক্তিগত হেলিকপ্টারের পাশাপাশি ৫০০টিরও বেশি গাড়ি রয়েছে। সমস্ত গাড়ি পার্ক করার জন্য তাদের ২৭ তলা বাড়ি অ্যান্টিলিয়ার মধ্যে ৭ তলায় একটি গাড়ি পার্ক করার জায়গা আছে। এই বাড়িটি স্বর্গের চেয়েও কম নয় কারণ সেখানে বিশেষ কিছু সুবিধা রয়েছে।

Image

যাইহোক মুকেশ আম্বানির পাশাপাশি তার ড্রাইভারও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মুকেশ আম্বানি তার ড্রাইভারকে বড় অঙ্কের বেতন দিয়ে থাকেন। মুকেশ আম্বানি তার ড্রাইভারকে প্রতি মাসে ২ লাখের বেশি বেতন দেন। এভাবেই এক বছরে এইসব চালকের বেতন ২৪ লাখ ছাড়িয়ে যায়।

একজন চালকের জন্য এই বেতন পাওয়াটা অনেক বড় ব্যাপার। এছাড়াও চালকদের আরো অনেক সুবিধা দেওয়া হয় যেমন তাদের জীবন বীমা এবং তাদের সন্তানদের আমেরিকায় পড়ার সুযোগ ইত্যাদি। তবে এটা এত সহজে পাওয়া যায় না তাদেরও অনেক পরিশ্রম করতে হয়।

Image

মুকেশ আম্বানির চালক হওয়ার জন্য তাদের অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যা খুব কম জনই হতে পেরেছেন। তাদের কোম্পানি ড্রাইভারকে বেছে নেয়। এই পরীক্ষায় সংস্থাটি দেখে যে চালকরা প্রতিটি পরিস্থিতি স্বচ্ছন্দের পরিচালনা করতে পারে কিনা। কেউ যদি কোনও পরিস্থিতির সাথে ভালোভাবে মোকাবিলা করেন তবেই তাকে আম্বানি পরিবারের চালক করা হয়।

ওই চালকের ড্রাইভিং, আইকিউ লেভেল, স্মার্টনেস এবং কিছু যোগ্যতা যাচাই করার পরেও দেখা হয় যে ওই চালকের কোন অপরাধমূলক কাণ্ড আছে কিনা। এরপর তাদের প্রশিক্ষণও দেয়া হয়। এই থেকে অনুমান করতে পারছেন যে আম্বানির ড্রাইভার হওয়াটা কত কঠিন। জানিয়ে রাখি, অ্যান্টিলিয়ার ৬০০ জনেরও বেশি চাকর রয়েছে এবং এবং তাদের সাথে পরিবারের লোকের মতোই আচরণ করেন আম্বানি।