২০২০ সালের আইপিলে চেন্নাই সুপার কিংস (CSK) খেলোয়াড়দের বেতন কত?

আইপিএলের অন্যতম সেরা শক্তিশালী দল হল চেন্নাই সুপার কিংস। এখনো পর্যন্ত তারা তিন বার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সাফল্যের মূল কারণ হলো ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা এবং দলের অধিনায়কের সঠিক নেতৃত্ব দেওয়া।

তবে আজকের প্রতিবেদন রয়েছে, চেন্নাই সুপার কিংস টিমের খেলোয়াড়দের ২০২০ সালের বেতন কতো? চলুন জেনে নেওয়া যাক –

১) সুরেশ রায়না: ১১ কোটি টাকা

Suresh Raina happy with his batting in IPL 2015 for Chennai Super ...

আন্তর্জাতিক অঙ্গন থেকে দূরে থাকলেও সুরেশ রায়না আইপিএল থেকে ১১ কোটি আয় করেছেন। তিনি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।

২) মহেন্দ্র সিং ধোনি: ১৫ কোটি টাকা

CSK is a process-oriented team, they have immense trust in MS ...

সিএসকে দলের সর্বাধিক বেতনের খেলোয়াড় হলেন তাদের অধিনায়ক এমএস ধোনি এবং তার নেতৃত্বে চেন্নাই সুপার কিং তিন বার চ্যাম্পিয়ন হয়।

৩) কেদার যাদব: ৭.৮ কোটি টাকা

IPL 2018: Big blow for MS Dhoni's Chennai, Kedar Jadhav ruled out ...

এই ভারতীয় অলরাউন্ডার এখনো পর্যন্ত আইপিএলে তেমন কোন প্রভাব ফেলতে পারেনি কিন্তু তিনি ৭.৮ কোটি টাকা আয় করছেন।

৪) রবীন্দ্র জাদেজা: ৭ কোটি টাকা

Cauvery row: Here's Ravindra Jadeja message to CSK fans after ...

ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হলেন সিএসকের গুরুত্বপূর্ণ সদস্য। এই বাঁহাতি স্পিনার ৭ কোটি টাকা আয় করেন।

৫) পিয়ুষ চাওলা: ৬.৭৫ কোটি টাকা

IPL 8 KKR vs DD: Piyush Chawla takes 4, Kolkata Knight Riders win ...

কেকেআরের প্রাক্তন এই খেলোয়াড়কে ২০২০ আইপিএল নিলামের সময় সিএসকে দল ৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয়।

৬) ডোয়েন ব্র্যাভো: ৬.৪ কোটি টাকা

IPL 12: Blow for Chennai Super Kings as hamstring injury rules ...

 

আইপিএল এর প্রাক্তন পার্পল ক্যাপ বিজয়ী হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। সিএসকে ৬.৪ কোটি টাকা দিয়ে তাকে ধরে রেখেছে।

৭) স্যাম কুরান: ৫.৫ কোটি টাকা

Sam Curran, Jack Leach move up in rankings after Lord's Test - The ...

২০২০ সালের আইপিএলে সিএসকে আরও একটি নতুন স্বাক্ষর করে। স্যাম কুরান সিএসকে-র জন্য প্রথম মৌসুমে ৫.৫ কোটি আয় করবেন।

৮) করন শর্মা: ৫ কোটি টাকা

Karn Sharma bowls | Photo | Global | ESPNcricinfo.com

কারণ শর্মাকে আইপিএলের সবচেয়ে লাকি খেলোয়ার ভাবা হয়। তিনি সিএসকে থেকে ৫ কোটি টাকা আয় করছেন।

৯) শেন ওয়াটসন: ৪ কোটি টাকা

Had stuffed up for RCB two years ago': Shane Watson recalls ...

অস্ট্রেলিয়ার এই বিখ্যাত অলরাউন্ডার ২০১৮ আইপিএলের ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে তার দলকে জিতিয়ে ছিলেন। শেন ওয়াটসন ৪ কোটি টাকা আয় করছেন।

১০) শারদুল ঠাকুর: ২.৬ কোটি টাকা

Shardul Thakur Explains His Thought Process While Facing Lasith ...

ভারতীয় ফাস্ট বোলার শারদুল ঠাকুর ধোনির সম্মান অর্জন করেছেন এবং তিনি সিএসকে থেকে ২.৬ কোটি আয় করছেন।

১১) আম্বাতি রাইডু: ২.২ কোটি টাকা

Ambati Rayudu's first T20 ton helps CSK end SRH's unbeaten streak ...

২০১৮ সালের আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন আম্বাতি রাইডু এবং সেই বছরই সিএসকে চ্যাম্পিয়ন হয়। তিনি ২.২ কোটি টাকা আয় করছেন।

এছাড়াও বাকিরা কোটি কোটি টাকা আয় করছেন। রইল সংক্ষিপ্ত তালিকা: হরভজন সিং ২ কোটি, জোশ হজলউড ২ কোটি, ফ্যাফ ডুপ্লেসিস ১.৬ কোটি, ইমরান তাহির ১ কোটি, দীপক চাহার ৮০ লাখ, লুঙ্গি এনগিডি ৫০ লাখ, মিচেল স্যান্টনার ৫০ লাখ, কেএম আসিফ ৪০ লাখ, নারায়ণ জগদীশান ২০ লাখ, মোনু কুমার ২০ লাখ, ঋতুরাজ গায়কোয়াড় ২০ লাখ এবং আর সাই কিশোর ২০ লাখ।