Indian currency notes: বিশ্বের প্রত্যেক দেশেরই রয়েছে নিজস্ব মুদ্রা। কখনও কী লক্ষ্য করেছেন আমরা দৈনন্দিন জীবনে যে নোটগুলি ব্যবহার করি, তাতে কিসের ছবি রয়েছে? তা ১০ টাকা হোক বা ৫০০ টাকার বড়ো নোট, এই সকল নোটের সঙ্গে জুড়ে রয়েছে দেশের বিভিন্ন প্রাচীন স্থাপত্য ও সৌধ (architecture and monuments)। কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয়টি লক্ষ্য করেন না প্রয়োজন হয় না!
প্রথমেই জেনে নেওয়া যাক ১০ টাকার নোট সম্পর্কে, এখানে রয়েছে ওড়িশার কোনারকের সূর্য মন্দিরের (Sun Temple) ছবি। কোণার্ক সূর্য মন্দির ১৩শ-শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। সম্প্রতি ২০ টাকার নোট বাজারে এসেছে, তাতে রয়েছে কৈলাস মন্দিরের ছবি।
কৈলাশনাথ মন্দির ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহাতে (Ellora Caves) শিলা-কাটা হিন্দু মন্দিরগুলির মধ্যে বৃহত্তম। ৫০ টাকার নোটে কর্নাটকের হাম্পির রথের (Hampi) ছবি আছে। হাম্পি ভারতের কর্ণাটক এর উত্তরে অবস্থিত একটি গ্রাম। হাম্পিতে অবস্থিত ভগ্নাবশেষসমূহের জন্যে জায়গাটি বিখ্যাত।
১০০ টাকার নতুন নোটে জায়গা করে নিয়েছে গুজরাতের দর্শনীয় স্থান ‘রানি কী বাব’ (Rani Ki Bab)। তিরিশ মিটার গভীর এই কূপের অসাধারণ সব কারুকাজ সোলাঙ্কি রাজত্বের আমলে স্থাপত্যের নমুনা আজও তুলে ধরে। ২০০ টাকার নোটে রয়েছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের ছবি (Sanchi Stupa)। এটি একটি বিখ্যাত ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মধ্যপ্রদেশের একটি সর্বোত্তম বৌদ্ধ তীর্থস্থান।
৫০০ টাকার নোটে রয়েছে লালকেল্লার (Red Fort) ছবি। দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। ১৮৫৭ সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। আর ২ হাজার টাকার নোটে জায়গা করে নিয়েছে মঙ্গলযান। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO) দ্বারা পরিকল্পনা করা ভারতের প্রথম আন্তগ্রহ অভিযান।