কী এমন জিনিস শুধু মেয়েরাই খেতে পারে, কিন্তু ছেলেরা অনেক চেষ্টা করলেও পারে না?

এমন কোন খাবার শুধুমাত্র মেয়েরাই, কিন্তু ছেলেরা পারে না

Interview Questions: আপনি যদি চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে শুধুমাত্র সিলেবাস থেকেই প্রশ্ন আসবে বলে এমনটা ভেবে থাকেন, তাহলে এই ধারণা সম্পূর্ণ ভুল। যারা ইন্টারভিউ নেন, তারা প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে অনেকেই লজ্জা পান আবার কেউ কেউ ঘাবড়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সহজেই উত্তর দিতে পারবেন…

১) প্রশ্নঃ বলতে পারবেন এশিয়া মহাদেশের মোট কতগুলি দেশ রয়েছে?
উত্তরঃ ৪৮টি।

২) প্রশ্নঃ বিখ্যাত ব্র্যান্ড BMW কোন দেশের গাড়ি সংস্থা?
উত্তরঃ জার্মানি দেশের।

৩) প্রশ্নঃ কোন দেশের সরকারি কর্মচারীদের সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয়?
উত্তরঃ নেদারল্যান্ড।

৪) প্রশ্নঃ ‘করোনা’ শব্দটির বাংলা অর্থ কী জানেন?
উত্তরঃ মুকুট।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের রাস্তার রঙ নীল করা হয়েছে?
উত্তরঃ কাতারের রাজধানীতে।

৬) প্রশ্নঃ জানেন উড়োজাহাজের জায়গায় কোন গ্যাস ভর্তি করা থাকে?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

৭) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর কোনটি?
উত্তরঃ ইন্দোর।

৮) প্রশ্নঃ চিনির পাত্রে পিঁপড়ের উপদ্রব কমাতে হলে কি রাখা উচিত?
উত্তরঃ কয়েকটা লবঙ্গ।

৯) প্রশ্নঃ এমন কোন জায়গা যেখানে রাস্তা আছে কিন্তু যানবাহন নেই, জঙ্গল আছে কিন্তু গাছ নেই এবং শহর আছে কিন্তু বাড়ি নেই?
উত্তরঃ মানচিত্র।

১০) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে ক্ষুদ্রতম নদীটির নাম কী?
উত্তরঃ আরবাড়ি, রাজস্থানের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। এর দৈর্ঘ্য মাত্র ৯০ কিমি.।

১১) প্রশ্নঃ মানুষের মৃত্যুর কতক্ষণ পর তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়?
উত্তরঃ মৃত্যুর ১০ মিনিট পর।

১২) প্রশ্নঃ জিকা ভাইরাস কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়?
উত্তরঃ এডিস মশা।

১৩) প্রশ্নঃ সৌরজগতে কোন গ্রহটির কোনও উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ।

১৪) প্রশ্নঃ কোন পাখি আকাশে ডিম পাড়ে এবং সেই দিন মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তরঃ হোমা পাখি।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস শুধু মেয়েরাই খেতে পারে, কিন্তু ছেলেরা অনেক চেষ্টা করলেও পারে না?
উত্তরঃ নিজের বরের হাতে রান্না (বিভ্রান্ত করার জন্যই এই ধরনের প্রশ্ন করা হয়)।