জানেন আমাদের দেশের টাকা কি দিয়ে তৈরি হয়? ৯০% মানুষের ভুল ধারণা রয়েছে

টাকা কি দিয়ে তৈরি হয়? এমন প্রশ্ন শুনে অধিকাংশ মানুষ বলবেন কাগজ দিয়ে। যদিও বলা এটা স্বাভাবিক কারণ আমাদের দেশের সকল নোটগুলো তো কাগজেরই মত। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মতে, কাগজ দিয়ে কোন টাকা তৈরি করা হয় না। তবে টাকা তৈরি নিয়ে যে তথ্যটি উঠে এসেছে তা শুনলে নিশ্চিত অবাক হবেন।

Image

RBI এর মতে, যদি কাগজের তৈরি নোট তৈরি করা হয় তাহলে সেগুলি বেশিদিন টিকবে না অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। কারণ জল বা হাতের ময়লাতে কাগজ দ্রুত খারাপ হয়ে যায়। তাহলে ভারতবর্ষে যে নোট তৈরি হয় সেটি তৈরি করতে কোন উপাদান লাগে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী যে খবরটি সামনে এসেছে তা হল, এই নোট তৈরির প্রধান কাঁচামাল হলো তুলো। ভারতীয় টাকার নোট তৈরিতে ১০০ শতাংশ তুলোর ব্যবহার হয়। শুধু আমাদের দেশেই নয় বিদেশের নোট তৈরিতে তুলোকেই প্রধান উপাদান হিসেবে বেছে নেয়।

Australia ready to export cotton to B'desh - RMG Bangladesh

আসলে তুলোর মধ্যে যে তন্তু থাকে তাকে লিনেন বলে। যখন নোট তৈরি করা হয় তখন এই তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশন এর সঙ্গে মেশানো হয় যাতে আরও মজবুত ও টেকসই হয়। এর ফলে জল পড়লেও তা নষ্ট হয় না, বা এই নোটকে সহজে ছেঁড়াও যায় না।