ইন্টারভিউ প্রশ্ন: দুটি ঠোঁট একসাথে মিললে কী হবে? এর উত্তর আপনার উপস্থিত বুদ্ধির পরিচয় দেবে

কী হবে দুটি ঠোঁট একসাথে মিললে

Interview Questions: সাধারণ জ্ঞান মানুষের নলেজ বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি যে কোন চাকরির প্রস্তুতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান মানুষের পড়তেও ভালো লাগে। এর ফলে অনেক অজানাকে জানা হয় আবার ছোটবেলায় বইতে পড়া কিছু স্মৃতি রোমন্থনও হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, যারা ইন্টারভিউ নেন তারা এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই অবাক হন। এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট, দ্বিতীয় উপগ্রহের নাম কী?
উত্তরঃ ভাস্কর।

২) প্রশ্নঃ কে প্রথম ওজন হোলের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন?
উত্তরঃ ডক্টর জে সি ফারমেন।

৩) প্রশ্নঃ ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইটি লিপিবদ্ধ করা হয় তার নাম কি?
উত্তরঃ রেড ডাটা বুক।

৪) প্রশ্নঃ ফুসফুসে বালিকণা জমে যে রোগ হয় তার নাম কী?
উত্তরঃ সিলিকোসিস।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি?
উত্তরঃ নীলগিরি অঞ্চল।

৬) প্রশ্নঃ কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে?
উত্তরঃ নাইট্রোসোমোনাস।

৭) প্রশ্নঃ ভারতের সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরলের পালঘাট জেলাতে।

৮) প্রশ্নঃ জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৯) প্রশ্নঃ একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ কী?
উত্তরঃ বায়ুমন্ডলের ওজোনস্তর।

১০) প্রশ্নঃ যেসব সম্পদ পৃথিবীর কেবল একটি স্থানেই পাওয়া যায় তাকে কী বলা হয়?
উত্তরঃ অদ্বিতীয় সম্পদ।

১১) প্রশ্নঃ একটি জীবাশ্ম খনিজের নাম বল?
উত্তরঃ কয়লা।

১২) প্রশ্নঃ নরম কাঠের বনভূমি হিসেবে পরিচিত বনভূমিটির নাম কী?
উত্তরঃ সরলবর্গীয় বনভূমি।

১৩) প্রশ্নঃ নরওয়ের অধিবাসীদের প্রধান জীবিকা কী?
উত্তরঃ মৎস্য শিকার। যে কারণে নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয়।

১৪) প্রশ্নঃ কৃষি শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ সংস্কৃত ‘কৃষ’ ধাতু থেকে এসেছে।

১৫) প্রশ্নঃ দুটি ঠোঁট একসাথে মিললে কী হবে?
উত্তরঃ মুখ বন্ধ হয়ে যাবে। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)