ইন্টারভিউ প্রশ্ন: এমন কী জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে?

কখন মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ করে থাকে?

Interview Questions: আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার সম্পর্কে আপনি আগে কখনও শোনেননি। এবার এক নজরে দেখে নেওয়া যাক…..

১) প্রশ্নঃ ভারতের সর্বাধিক তালা উৎপাদন কোথায় হয়?
উত্তরঃ আলীগড়ে (উত্তর প্রদেশ)।

২) প্রশ্নঃ সর্বোপরি কোন দেশের প্রতিটি নাগরিক একজন সৈনিক?
উত্তরঃ ইসরাইলের। (আসলে ইসরাইলের প্রতিটি যুবক-যুবতীকে অন্তত ২ বছর সেনা প্রশিক্ষণ নিতে হয়)।

৩) প্রশ্নঃ ভারতে এখনো পর্যন্ত কতবার বিমুদ্রাকরণ করা হয়েছে অর্থাৎ নোট বাতিল?
উত্তরঃ মোট তিনবার।

৪) প্রশ্নঃ ১৯১৯ সালে গান্ধীজীর কোন ব্যাঙ্ক উদ্বোধন করেছিলেন?
উত্তরঃ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৫) প্রশ্নঃ কোন দেশে ১০টি গাছ লাগানোর জন্য তাদের একটি সরকারি চাকরি দেওয়া হয়?
উত্তরঃ ফিলিপাইনের কোন নাগরিক যদি ১০টি গাছ লাগান তাকে সরকারি চাকরি দেওয়া হয়।

৬) প্রশ্নঃ এমন কোন প্রাণী যেটি ভূমিকম্প হওয়ার আগেই জেনে যায়?
উত্তরঃ মাছ।

৭) প্রশ্নঃ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটি কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস।

৮) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকার উত্তর অংশে বেশ কয়েকটি দেশ নিয়ে সাহারা মরুভূমি বিস্তৃত।

৯) প্রশ্নঃ পৃথিবীর একমাত্র দেশ যার পতাকার আকৃতি ত্রিভুজাকৃতি?
উত্তরঃ নেপাল।

১০) প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার পতাকায় কয়টি রং ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ ছটি।

১১) প্রশ্নঃ কোন দেশের জাতীয় পতাকা একটি জাহাজ ধ্বংসের বৈশিষ্ট্য রয়েছে?
উত্তরঃ বারমুডা

১২) প্রশ্নঃ বিখ্যাত মোনালিসার চিত্র কে এঁকেছেন?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চ।

১৩) প্রশ্নঃ ব্রাজিলের রাজধানীর নাম কী?
উত্তরঃ ব্রাসিলিয়া।

১৪) প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?
উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা।

১৫) প্রশ্নঃ এমন কী জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে?
উত্তরঃ স্বামী স্ত্রীর ঝগড়া (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।