ইন্টারভিউ প্রশ্ন: কী এমন জিনিস ছেলেরা প্রতিদিনই করে আর মেয়েরা জীবনে একবার করে?

ছেলেরা প্রতিদিন করে আর মেয়েরা জীবনে একবার করে, সেটা কি?

Interview Questions: চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য আমন্ত্রণ জানানো হয়। এই সময় সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়। তবে কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য ধাঁধার প্রশ্ন করেও তাদের বিভ্রান্ত করা হয়। তাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর সহজেই বেরিয়ে আসবে। এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ বলুনতো কোন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি নেই?
উত্তরঃ এক টাকার নোটে, (আসলে যে সময় এক টাকার নোট ছাপা হয়েছিল তখনও ভারত ব্রিটিশের অধীনে ছিল)।

২) প্রশ্নঃ একজন ভারতীয় খেলোয়াড় তার শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার পেয়ে থাকেন?
উত্তরঃ অর্জুন পুরস্কার।

৩) প্রশ্নঃ কোন দেশের জাতীয় সংগীতে কোন শব্দ নেই কিন্তু মিউজিক রয়েছে?
উত্তরঃ ইউরোপের দেশ স্পেনে।

৪) প্রশ্নঃ কাকে ভারতের ‘লৌহ মানব’ বলা হয়?
উত্তরঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল কে।

৫) প্রশ্নঃ অতীতে ‘সোনার পাখি’ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ আমাদের ভারতবর্ষ।

৬) প্রশ্নঃ এমন কোন খাবার যা হাজার বছর পরেও নষ্ট হয়ে যায় না?
উত্তরঃ মধু, (মিশরের তিন হাজার বছরের পুরনো পিরামিডে মধু পাওয়া গিয়েছিল, যার স্বাদ তখনও একই ছিল)।

৭) প্রশ্নঃ এমন কোন জিনিস যা জলের মধ্যেও পুড়ে যেতে পারে?
উত্তরঃ সোডিয়াম।

৮) প্রশ্নঃ ভারতবর্ষের কোন ব্যক্তিকে কখনো গ্রেপ্তার করা যায় না?
উত্তরঃ রাষ্ট্রপতিকে।

৯) প্রশ্নঃ পাইরোমিটার কী?
উত্তরঃ সূর্যের উত্তাপ নায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম।

১০) প্রশ্নঃ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ হওয়ার কারণ কি?
উত্তরঃ রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে এই ধরনের রোগ দেখা যায়।

১১) প্রশ্নঃ ভারতবর্ষের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ প্রণব মুখোপাধ্যায়।

১২) প্রশ্নঃ এমন কোন ফল যার বীজ ফলের বাইরে থাকে?
উত্তরঃ স্ট্রবেরি।

১৩) প্রশ্নঃ কোন পরীক্ষায় ফেল করলে আমরা ভীষণ খুশি হই?
উত্তরঃ কোন মারাত্মক রোগের পরীক্ষায়, যদি সেখানে নেগেটিভ আসে তাহলে আমরা খুব খুশি হই।

১৪) প্রশ্নঃ কী এমন জিনিস যা মানুষের শরীরে হয় আবার সেটা গাছেও হয়?
উত্তরঃ তিল (গাছের তিল গাছ থেকে তেল পাওয়া যায়)।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস ছেলেরা প্রতিদিনই করে আর মেয়েরা জীবনে একবার করে? 
উত্তরঃ শ্মশান যাত্রা (আসলে, ধর্মমত অনুসারে নারীদের শ্মশান যাওয়া নিষেধ। কেবল তারা মারা যাবার পরেই সেখানে প্রবেশ করতে পারে)।

error: Content is protected !!