মেয়েদের শরীরের কোন অংশে আঙ্গুল দিলে জল বেরিয়ে আসে? এর উত্তরটা খুবই সহজ!

শরীরে এমন কোন অঙ্গ রয়েছে যেখানে আঙ্গুল দিলেই জল বেরিয়ে আসে

Interview Questions: দেশের প্রতিটি মেধাবী ছাত্র যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে থাকে। চাকরির পরীক্ষায় পাশ করার পর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক উদ্ভট প্রশ্ন করে থাকেন অনেকেই অবাক হন। তবে একটু ঠান্ডা মাথায় ভাবলে এই প্রশ্নগুলোর উত্তরও আপনি দিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক..

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলা ‘ধানের ভান্ডার’ নামে পরিচিত?
উত্তরঃ বর্ধমান জেলা (Burdwan)।

২) প্রশ্নঃ এমন কোন জিনিস যা আপনার সব সময় সামনে থাকে কিন্তু কখনো পিছনে যায় না?
উত্তরঃ আপনার ভবিষ্যৎ।

৩) প্রশ্নঃ বলতে পারবেন ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
উত্তরঃ মুম্বাই (Mumbai)।

৪) প্রশ্নঃ জানেন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় রয়েছে?
উত্তরঃ হরিয়ানার গুড়গাঁওতে (Gurgaon)।

৫) প্রশ্নঃ ভারতের নবীনতম রাজ্য কোনটি বা কোন রাজ্য ভেঙে সেই নবীনতম রাজ্যের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে (Telangana)।

৬) প্রশ্নঃ ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পটি কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাটের জামনগরে (Jamnagar)।

৭) প্রশ্নঃ খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ অর্জুন পুরস্কার (Arjuna Award)।

৮) প্রশ্নঃ ভারতের রাজধানীর দিল্লির বিমানবন্দরটির নাম কী জানেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর (Indira Gandhi International Airport)।

৯) প্রশ্নঃ এমন কোন জিনিস যে নিজে খায় না কিন্তু নিজের মুখে অন্যকে খাওয়ায়?
উত্তরঃ চামচ।

১০) প্রশ্নঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন রাজ্যের উপর দিয়ে গেছে?
উত্তরঃ উত্তর প্রদেশ (এলাহাবাদ ৮২°৩০ পূর্ব)।

১১) প্রশ্নঃ বিখ্যাত স্পোর্টস বাইক সংস্থা KTM কোন দেশের কোম্পানি?
উত্তরঃ অস্ট্রিয়ার স্পোর্টস বাইক প্রস্তুতকারী সংস্থার নাম KTM

১২) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের এই দুই প্রতিবেশী দেশের সীমানা নির্দেশ করেছে কোন লাইনটি?
উত্তরঃ র‍্যাডক্লিফ লাইন (Radcliffe Line)।

১৩) প্রশ্নঃ কোন দেশে একজন অপরাধ করলে তার তিন পুরুষকে জেল খাটতে হয়?
উত্তরঃ উত্তর কোরিয়া (North Korea)।

১৪) প্রশ্নঃ ভারতের দেরাদুনের কোন বিখ্যাত গবেষণাগার রয়েছে?
উত্তরঃ মৃত্তিকা গবেষণাগার (Soil Laboratory)।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশে আঙ্গুল দিলে জল বেরিয়ে আসে?
উত্তরঃ চোখ, নারী পুরুষ যে কারণেই চোখে আঙ্গুল দিলে জল বেরিয়ে আসবে। (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়)।