বিরাট কোহলি পান ৭ কোটি, রাহুল দ্রাবিড় কোচ হলে বোর্ডের তরফে কত টাকা বেতন পাবেন

সমস্ত জল্পনা-কল্পনা কাটিয়ে এবার ভারতীয় দলের নতুন কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অফিশিয়ালিভাবে এখনো কিছু ঘোষণা করা না হলেও দ্রাবিড় গুরুদায়িত্ব নিতে চলেছেন বলে জানা গেছে। তবে বছর শেষে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের চেয়েও ভারতীয় দলের নতুন কোচ অনেক বেশি পারিশ্রমিক পেতে পারেন।   

Rahul needs no audition': Ajit Agarkar on Dravid's role as Team India's  head coach | Cricket - Hindustan Times

বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও এ+ গ্রেডে থাকা সত্বেও এত টাকা পান না। বোর্ডের তরফে বিরাট কোহলি বার্ষিক ৭ কোটি টাকা পেয়ে থাকেন। সেই একই তালিকায় রয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ। বোর্ডের তরফে সবচেয়ে বেশি তারাই বেশি টাকা পেয়ে থাকেন। এরপর দ্বিতীয় গ্রেডে রয়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মত ক্রিকেটাররা। তাদের বেতন ৫ কোটি টাকা।

Former players back Rohit Sharma to replace Virat Kohli as India's T20  captain | Deccan Herald

বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর বেতন ১০ কোটি টাকা। তবে খবর সূত্রে জানা গেছে, বছর শেষে সেই একই পরিমাণ টাকা পেতে পারেন দ্রাবিড়ও। অর্থাৎ ভারতীয় দলের কোচ হিসেবে বার্ষিক ১০ কোটি টাকা তিনিও পাবেন। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। এবার সেই দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের নতুন কোচ হতে চলেছেন। 

Players must maintain a balance in everything they do: Dravid weighs in on  mental health discussion

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হবেন। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন মেন্টর হিসেবে ধোনি একটি টাকাও নেবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দায়িত্ব শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তার পরেই “দ্যা ওয়াল” রাহুল দ্রাবিড় ভারতীয় দলের গুরু দায়িত্ব নিতে পারেন বলে এমনটাই জানা গিয়েছে।