যে ৬ জন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়েছিল অতি দুঃখজনকভাবে, তালিকায় দুই ভারতীয়

ক্রিকেট মানে একটি অনিশ্চয়তার খেলা। এমন কয়েকজন খেলোয়াড় ছিলেন যারা তাদের পুরো ক্যারিয়ারজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও শেষ পরিণতিটি একেবারেই সুখকর হয়নি। চোট আঘাতে জর্জরিত হয়ে কিংবা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন যে ৬ জন বিখ্যাত ক্রিকেটার, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) অ্যান্ডি ফ্লাওয়ার:

Image

অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের হয়ে না খেলে অন্য কোনো ভালো দলের হয়ে খেললে আরও বড় মাপের ক্রিকেটার হতে পারতেন। তিনি ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০০৩ বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের গণতন্ত্রের বর্জননীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হাতে একটি কালো ব্যান্ড পড়েছিলেন। এরফলে জিম্বাবুয়ে সরকারের পক্ষ থেকে তার ওপর ব্যাপক চাপ আসে। ফলে ফ্লাওয়ারকে জিম্বাবুয়ের ক্রিকেট দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়। 

২) ভিভিএস লক্ষ্মণ:

Image

ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের ক্যারিয়ারের শেষ পরিণতিটি একেবারেই ভাল হয়নি। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সেরাটা দিতে ব্যর্থ হন এবং আট ইনিংসে তিনি মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেন। এরপর চতুর্দিক থেকে তিনি তীব্র সমালোচনার মুখোমুখি হন এবং অত্যন্ত ব্যথিত হয়ে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। 

৩) হেনরি ওলোঙ্গা:

Image

জিম্বাবুয়ের প্রথম সারির ফাস্ট বোলার ছিলেন হেনরি ওলোঙ্গা। ২০০৩ বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের গণতন্ত্রের বর্জননীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হাতে একটি কালো ব্যান্ড পড়েছিলেন। এর ফলে তার উপর সরকারের কুদৃষ্টি পড়ে এবং তিনি গ্রেপ্তার হন। এরপরই তিনি মর্মাহত হয়ে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। 

৪) জোনাথন ট্রট:

Image

ইংল্যান্ডের প্রাক্তন টপ-অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রট খেলা চলাকালীন সব সময় বোলারদের চাপে রাখতেন। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে ট্রট খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। এরপরে, ট্রট জানিয়েছিলেন যে উদ্বেগজনিত সমস্যা এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

৫) ইরফান পাঠান: 

Image

২০০৪ সালে ভারতীয় দলে এক তরুণ উদীয়মান ক্রিকেটারের আবির্ভাব হয়। তার অসাধারণ সুইং বোলিংয়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন। ইরফান পাঠান ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনটি উইকেট নিয়ে সেরা হয়েছিলেন। এমনকি তার শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা দলের বিপক্ষে ৫টি উইকেট নিয়েছিলেন, কিন্তু এরপর আর খেলার সুযোগ পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। এই দুর্দান্ত অলরাউন্ডারেরও ক্যারিয়ার খুবই বাজে ভাবে শেষ হয়েছিল। 

৬) মার্ক বাউচার:

Image

দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মার্ক বাউচারের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছিল অতি দুঃখজনকভাবে। লেগ স্পিনার ইমরান তাহিরের একটি বল সরাসরি স্ট্যাম্পে লাগে এবং বেলটি উড়ে এসে বাউচারের চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর তিনি চক্ষুজনিত সমস্যায় পড়েন যার ফলে ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন।