আইপিএলের ইতিহাসে সেরা পাঁচটি দ্রুত ডেলিভারি; উমরান মালিক দ্বিতীয় স্থানে

চলতি আইপিএলে উমরান মালিক তার গতি দিয়ে সবাইকে অবাক করেছেন। ২০২২ আইপিএল-র ৫০তম ম্যাচে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘন্টায় ১৫৭ কিমি গতিতে বল করার রেকর্ড করেছেন। এটি ছিল ম্যাচের ২০তম ওভারে চতুর্থ বল, যা রোভম্যান পাওয়ালের ব্যাট থেকে বাউন্ডারি আসে। এছাড়াও একই দিনে চতুর্থ দ্রুতগতির বোলিং করারও রেকর্ড করেছেন। তবে উইকেট ছাড়াই ৪ ওভারে ৫২রান দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই তরুণ স্পিডস্টার।

এই প্রসঙ্গে ডেল স্টেন বলেছেন, “উমরান মালিক শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এতে কোন সন্দেহ নেই। তিনি ধারাবাহিকভাবে ১৫০ কিমি গতিতে বোলিং করছেন এবং এই মুহূর্তে বিশ্বের অন্য কেউ তা করছেন না। সম্ভবত লকি ফার্গুসন একমাত্র যিনি এটি করে থাকেন। কিন্তু ভারতীয় দৃষ্টিকোণ থেকে তিনি একমাত্র ব্যক্তি যিনি ধারাবাহিকভাবে একের পর এক ১৪৫-১৫০ গতিতে বল করছেন। তাই তিনি ভারতীয় দলের হয়ে খেলবেন।”

□ আইপিএলের ইতিহাসের সেরা তিনটি দ্রুততম বল:

 ক্রমিক সংখ্যা খেলোয়াড় বলের গতি (কিমি/ঘ) দল
১) শন টেইট ১৫৭.৭১ রাজস্থান রয়্যালস
২) উমরান মালিক ১৫৭.০০ সানরাইজার্স হায়দ্রাবাদ
৩) অ্যানরিচ নর্টজে১৫৬.২২
৪) উমরান মালিক ১৫৫.৬০ সানরাইজার্স হায়দ্রাবাদ
৫) উমরান মালিক ১৫৪.৮০ সানরাইজার্স হায়দ্রাবাদ

এই মুহূর্তে আইপিএলের প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং কোনও জয়ী দলকে প্লে-অফের দিকে এক ধাপ নিয়ে যেতে পারে। এদিন দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের (৯২*) ও রোভমান পাওয়েলের (৬৭*) দুর্দান্ত ইনিংসের জেরে ২০৭ রানের বিশাল স্কোরবোর্ড খাড়া করে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ আইদেন মারকরাম (৪২) ও নিকোলাস পুরনের (৬২) ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ১৮৬ রান তুলতে সক্ষম হয়। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হন ডেভিড ওয়ার্নার।