আজ মহালয়া, এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি, না হলে সমস্যায় পড়তে পারেন

পিতৃপক্ষের অবসান হয়ে আজ দেবীপক্ষের সূচনা হয়। আর এই বিশেষ দিনটি মহালয়া নামে পরিচিত। এদিন তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে মহালয়া পালনে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেগুলো সকলেরই মেনে চলা উচিত, না হলে সমস্যায় পড়তে পারেন।

☞ মহালয়ার দিন ভুলেও যে কাজগুলো করবেন না —

Mahalaya 2020: Its significance then and now - Siliguri Times | Siliguri  News Updates

১) শাস্ত্রে বলা হয়েছে, মহালয়ার দিন কোনরকম শুভ কাজ করা উচিত নয়। যেমন নতুন গাড়ি-বাড়ি কেনা বা বিয়ের দিনক্ষণ ঠিক করা।

২) যারা এই বিশেষ দিনটিতে লক্ষ্য করে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাদের পক্ষে মোটেই শুভ নয়। এতে অমঙ্গল হতে পারে।

৩) মহালয়ার দিন বিশেষ করে আমিষ জাতীয় খাবার না খাওয়াই ভালো। এমনকি পূর্বপুরুষদের ছবি সামনেও কোনরকম আমিষ জাতীয় খাবার রাখবেন না।

৪) মহালয়ার এই বিশেষ দিনে যারা তর্পণ করবেন তারা ভুলেও চুল দাড়ি কাটতে যাবেন না, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন।

৫) মহালয়ার দিন কেউ যদি দান-দক্ষিণা চেয়ে থাকে হলেও তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, এটা মোটেই অমঙ্গলজনক।

৬) কোন ব্যক্তি যদি বাড়িতে খাবার চাইতে আসে তাকে যথাসাধ্য খাবার দেওয়ার চেষ্টা করুন। এই দিনে চাল, আটা, খাদ্যশস্য দান করা অত্যন্ত শুভ।

৭) মহালয়ার দিন যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত স্নান করে নিন। ভোরবেলায় স্নান করা অত্যন্ত শুভ। এদিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। মহালয়ার দিন রামায়ণ, গীতা পাঠ করা খুবই ভালো। এছাড়াও এই দিনে আপনার সাধ্য মতো গরীবদের নতুন বস্ত্র দান করতে পারেন।