৩ ভারতীয় ব্যাটসম্যান যারা আইসিসি ওয়ার্ল্ড কাপে ‘গোল্ডেন ব্যাট’ পুরস্কার জিতেছেন

প্রতিটি আইসিসি টুর্নামেন্টকে ক্রিকেটের সবচেয়ে বড় আসর হিসেবে ধরা হয়। এই সময় প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দিয়ে দেশকে শিরোপা জেতাতে মরিয়া হয়ে ওঠেন। আইসিসি ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানকে ‘গোল্ডেন ব্যাট’ পুরস্কার দেওয়া হয়। আর এই কৃতিত্ব কেবল ৩ ভারতীয় ব্যাটসম্যানের নামে রয়েছে। এবার জেনে নেওয়া:

১) রাহুল দ্রাবিড়: ৪৬১ রান

Giddy in Manchester, heartbroken in Leicester

‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় প্রথম ভারতীয় হিসেবে আইসিসি ওয়ার্ল্ড কাপে ‘গোল্ডেন ব্যাট’ পুরস্কার জিতেছিলেন। এই বিশ্বসেরা ব্যাটসম্যান কেবল টেস্ট ক্রিকেটেই নয়, ওয়ানডেতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ১৯৯৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা রাহুল দ্রাবিড় ৮টি ম্যাচে ৬৫.৮৫ গড়ে ৪৬১ রান করেন। যার মধ্যে ছিল ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৪৫ রান। তার দুরন্ত পারফরমেন্সের কারণে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

২) শচীন টেন্ডুলকার: ৬৭৩ রান

Cricket: Sachin Tendulkar's knock against Pakistan in World Cup 2003 will  remain one of his best

২০০৩ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে বড় বড় ইনিংস এসেছিল। শচীনের অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় দল ফাইনালে ওঠে। এই টুর্নামেন্টে শচীন টেন্ডুলকার ১১টি ম্যাচে ৬১.১৮ গড়ে ৬৭৩ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৫২ রান। তবে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হলেও শচীন টেন্ডুলকার ‘গোল্ডেন ব্যাট’ পুরস্কার জিতেছিলেন।

১) রোহিত শর্মা: ৬৪৮ রান

World Cup 2019: Here are all the big numbers from Rohit Sharma's historic  century against Sri

২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার সবচেয়ে বেশি বড় অবদান ছিল ‘হিটম্যান’ রোহিত শর্মার। কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি। সেমিফাইনালে দল ছিটকে যাওয়ার আগে রোহিতের ব্যাট থেকে ৯ ম্যাচে ৮১.০০ গড়ে ৬৪৮ রান আসে এবং তার সর্বোচ্চ স্কোর ১৪০ রান। এই দুরন্ত পারফরম্যান্সের কারণে তিনি ‘গোল্ডেন ব্যাট’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।