পাকিস্তানের এই গাছটি নাকি চলাফেরা করত বলে ১২১ বছর ধরে শিকলে বাঁধা আছে

ইতিহাস বইতে পড়ে থাকবেন ব্রিটিশদের অধীনে থাকা দেশগুলির শোষণ ও শাসনের কাহিনী। ভারত ও পাকিস্তানের আজও এমন অদ্ভুত নিয়ম রয়েছে যা ব্রিটিশদের আমলে তৈরি করা হয়েছিল। আপনি এতদিন শুনে থাকবেন মানুষ বা পশুপাখিকে বন্দী করা হতো কিন্তু কখনো শুনেছেন যে কোনও গাছকে বন্দী করা হয়েছিল কিনা।

হ্যাঁ, পাকিস্তানের একটি গাছ ১২১ বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই জায়গাটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের। সেখানে একটি প্লাকার্ডও রয়েছে যাতে লেখা রয়েছে “আই অ্যাম আন্ডার অ্যারেস্ট”।

Image

আসলে গাছটির গ্রেপ্তারের পিছনে একটি মজার কাহিনী রয়েছে। জানা যায় ১৮৯৮ সালে একজন মাতাল ব্রিটিশ অফিসার জেমস স্কোয়াড এই গাছটির আশেপাশে হাঁটছিলেন। এমন সময় তার মনে হল বটগাছটি তার দিকে এগিয়ে আসে এবং তিনি ভীষণ ভয় পেয়ে যান। 

তার কাছাকাছি উপস্থিত সৈন্যদের নির্দেশ দেন গাছটিকে আটক করার। তার আদেশ মত সৈন্যেরাও গাছটিকে শিকল দিয়ে বেঁধে ফেলে যাতে না পালিয়ে যায়। এরপর ১২১ বছর পেরিয়ে গেলেও গাছটি আজও এই ভাবে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এমনকি গাছের গায়ে লেখা রয়েছে ‘আমি গ্রেফতার’।

British army officer got drunk and arrested a tree in Peshawar, Pakistan | Metro News

ব্রিটিশ শাসন চলে গেলেও গাছটির প্রতি কারও মায়া হয়নি। বর্তমানে পাকিস্তানের মানুষদের কাছে এই শৃঙ্খলাবদ্ধ গাছটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে শিকলে বাঁধা গাছটি দেখতে মানুষ ছুটে আসেন এবং এখানে এসে ছবিও তোলেন।