আল্লু অর্জুন প্রথম নয়, ‘পুষ্পা’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন এই দক্ষিণী সুপারস্টার

Pushpa Movie: সম্প্রীতি দক্ষিণের সবচেয়ে বড় ছবির কথা বললে এই তালিকায় ‘পুষ্পা’ শীর্ষ ছবিগুলির মধ্যে একটি। প্রধান চরিত্রে আল্লু অর্জুন অভিনীত এই ছবিটির সাফল্যের নতুন রেকর্ড করেছিল। ছবিটি প্রত্যাশা চেয়েও বেশি সাফল্য পেয়েছে এবং এই কারণে ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় অংশ আসতে চলেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার, তাই এখন মুক্তির অপেক্ষায় দর্শকেরা।

জানলে অবাক হবেন যে, আল্লু এই ছবির জন্য প্রথম পছন্দের ছিলেন না। তার আগে আরেক দক্ষিণী সুপারস্টারকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি ছবিটি করতে অস্বীকার করেন। ‘পুষ্পা: দ্যা রাইস’ ছবিটি ১৭ ডিসেম্বর ২০২১ এ মুক্তি পায়। বড় পর্দায় মুক্তি পাওয়া এই ছবিটি এতটাই সাফল্য অর্জন করে যে ৩৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে।

‘পুষ্পা: দ্যা রাইস’ ছবিতে আল্লু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ‘জাতীয় ক্রাশ’ অভিনেত্রী রশ্মিকা মান্ধানাও ছিলেন। চন্দন কাঠের চোরাচালানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে আল্লুর অন্যান্য স্টাইল ও লুককে দর্শকেরা খুব পছন্দ করে। পরিচালক সুকুমার ‘পুষ্পা: দ্যা রাইস’ ছবিটি বানানোর জন্য প্রথমে সুপারস্টার মহেশ বাবুর সাথে কথা বলেছিলেন।

এরপর যখন চন্দন কাঠের চোরাচালানকে কেন্দ্র করে চিত্রনাট্য চূড়ান্ত হয়, তখন মহেশ বাবু এই ছবির গল্প শুনে পছন্দ করেননি এবং প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর পরিচালক সুকুমার আল্লু অর্জুনের সাথে যোগাযোগ করেন এবং তিনি রাজি হয়ে যান। মহেশ বাবু নিশ্চয়ই তার এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়েছেন।

এই ছবির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা: দ্যা রুল’ এর শুটিং শুরু হয়েছে। এবারের গল্পের কাহিনী অনুসারে চন্দন কাঠের চোরাচালানকে আন্তর্জাতিক পর্যায়ে দেখানো হবে বলে মনে করা হচ্ছে। সদ্য মুক্তি পাওয়া টিজার অনুসারে, আল্লু জেল থেকে পলাতক। সবাই মনে করছে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু জঙ্গলে লাগানো ক্যামেরা দেখা যাচ্ছে ‘পুষ্পা’ বেঁচে রয়েছে। যদিও এই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা হয়নি, তবে খবর অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।