জানেন ইয়ামাহার এই জনপ্রিয় বাইকটি সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু কেন?

বায়ু দূষণের কারণে দিল্লি সরকার ১০ বছরে বেশি পুরোনো গাড়ি রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতীয় অটোমোবাইল ইতিহাসে এমন একটি বাইক ছিল যেটি দূষণ বা সরকারি কোন নিয়ম লঙ্ঘন করেনি, অথচ সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ ওই বাইকটির কোনও দূষণের মান লঙ্ঘন না করেই তার উৎপাদন ও বিক্রয় বন্ধ করা হয়।  

বলা হয়, Yamaha RX 100 বাইকটি ভারতের বাইক রাইডারদের প্রথম প্রেম বলে মনে করা হতো। জাপানি টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান yamaha শুরু থেকেই পারফরম্যান্স বাইক তৈরির জন্য বিখ্যাত। জানিয়ে রাখি, Yamaha RX 100 বাইকটি ৮০ দশকে বাজারে এসেছিল আর তার পারফরম্যান্সের ভিত্তিতে বাইক প্রেমীদের পাগল করে তোলে।

Image

মাত্র ১০০ সিসি ক্ষমতা সম্পন্ন এই বাইকটির চমৎকার পিক আপ এবং গতির কারণে বিখ্যাত হয়ে ওঠে। কোম্পানি এই বাইকটিতে ৯৮সিসি ক্ষমতার একটি ২-স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করে। ১৯৮৫ সালে বাইকটি ভারতে লঞ্চ হয় এবং ১১ বছরের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। তখন এর অন রোড প্রাইস ছিল ১৯,৭৬৪ টাকা।

যাইহোক বাইকটি মাত্র ৭ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারতো। এর গতি, পিকআপ এবং পাওয়ার সরকারকে চিন্তায় ফেলে দেয়। অনেকেই মনে করত ১০০ সিসির বেশি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আন্ডারওয়ার্ল্ড এবং চেন ছিনতাইকারীদের জন্য এই গাড়িটি আশীর্বাদ হয়ে ওঠে আর পুলিশের মাথাব্যথা। অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করে পালিয়ে যেত এবং পুলিশ তাদের ধরতে পারতো না।

এমন পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নেয় যে, Yamaha RX 100 বাইকটি পুলিশদেরও দেওয়া হবে। কিন্তু শারীরিক সুস্থতার দিক দিয়ে পুলিশদের তুলনায় অপরাধীরা অনেক বেশি শক্তিশালী এবং পারদর্শী ছিলেন। তাই পুলিশরা এই বাইক নিয়েও অপরাধীদের ধরতে সক্ষম হতেন না। অবশেষে সরকার এই বাইকটির উৎপাদন বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।