বলিউডের এই বিখ্যাত ভিলেন সিনেমায় আসার আগে কোন কাজ করতেন জানেন

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ভিলেন হিসেবে গুলশান গ্রোভার একটি পরিচিত মুখ। তবে তার এই জায়গায় পৌঁছাতে তাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। তাঁর এই কঠোর সংগ্রাম ভরা জীবনের মধ্য দিয়ে নিজের প্রতিভাকে মেলে ধরেন এবং আজ বলিউডের শীর্ষ ভিলেনদের তালিকায় রয়েছেন তিনি। অধিকাংশ চরিত্রে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করার কারণে ‘ব্যাডম্যান’হিসেবে পরিচিত হন। তবে জানতেন কি এই অভিনেতা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে কোন কাজ করতেন?

Gulshan Grover Reveals Why He Lost His Role as a James Bond Villain

গুলশান গ্রোভার তার ক্যারিয়ারের বেশিরভাগ চলচ্চিত্রে ভিলেনের চরিত্রে অভিনয় করে এসেছেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও তিনি সবসময় দর্শকদের ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছেন। ১৯৫৫ সালে দিল্লির একটি খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করেন গুলশান গ্রোভার। খুবই সাধারণ পরিবারের ছেলে হওয়ায় লেখাপড়াটাও খুবই কষ্টের মধ্যে দিয়ে হয়েছে তার। প্রতিদিন ৯ কিলোমিটার পায়ে হেঁটে বাস স্ট্যান্ড যেতেন এবং কলেজে পৌঁছানোর জন্য তিনটি বাস পরিবর্তন করতে হতো।

তার পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনার পাশাপাশি সাবান ও ফিনাইল বিক্রির কাজ করেছেন তিনি। যখন বাড়ি থেকে বের হতেন তিনি তার ব্যাগে বাসনপত্র ও লন্ড্রি পাউডার নিয়ে যেতেন। এরপর কলেজ থেকে ফেরার পর প্রতিটি বাড়ির দরজায় দরজায় সাবান বিক্রি করতেন। সেই উপার্জন থেকেই লেখাপড়া চালানোর পাশাপাশি বাকি টাকাটা পরিবারের হাতে তুলে দিতেন।

Gulshan Grover on Cash, Sooryavanshi, Indian 2 and having 'no opinions'-  Cinema express

কিন্তু এসবের মধ্যে ও তার অভিনয়ের প্রবল শখ ছিল। এরপর তিনি মুম্বাইয়ের পাড়ি দেন এবং সেখানে একটি থিয়েটারের সাথে যুক্ত হয়েছিলেন। সেখান থেকেই তার অভিনয় জগতে হাতেখড়ি হয়। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম পাঁচ’ মুভির মাধ্যমে তিনি তাঁর অভিনয় জগতে পা রেখেছিলেন। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

গুলশান গ্রোভার দুধ কা কার্জ, সওদাগর, রাম লখন, অপরাধী, মোহরা, দিলওয়ালে, হেরাফেরি, এজেন্ট বিনোদ, হিন্দুস্তান কি কসম এর মত সুপারহিট ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে রাম লখন মুভিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে ‘ব্যাডম্যান’ এর তকমা পেয়েছিলেন। তার এই চরিত্রটি তাকে সারা বিশ্বে বিখ্যাত করেছে।