ভারতের এই বিখ্যাত গুহা যেখানে গণেশ জি মহাভারত লিখেছিলেন

আজ গণেশ চতুর্থী, সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। এই দিনে ভগবান গনেশের জন্ম হয়েছিল। গণেশ সম্পর্কিত অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তার মধ্যে একটি মহাভারত যুগ সম্পর্কিত।

মহর্ষি ব্যাসদেব হিমালয়ের, বর্তমানে উত্তরাখণ্ডে মানা নামে গ্রামে একটি পবিত্র গুহায় তপস্যায় লীন থাকতেন এবং এই গুহাতেই তিনি মহাভারত রচনা করেছিলেন। কথিত আছে, বেদব্যাস হাজার হাজার বছর পূর্বে এই গ্রাম সংলগ্ন অঞ্চলে এবং এই গুহাতেই বসবাস করতেন। তাই এই গুহাকে ব্যাসগুহা ও বলা হয়।

Image

এই বৃহৎ ধর্মগ্রন্থ টি লিপিবদ্ধ করার জন্য ব্যাসদেব ভগবান গণেশকে অনুরোধ করেছিলেন। ভগবান গণেশ মহাভারত লিখতে সম্মত হলেও একটি শর্ত দেন যে মহাভারত লেখা শুরু করলে মহামুনি ব্যাস তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একবারও থামতে পারবেন না। এদিকে ব্যাস দেবও শর্ত দেন যে প্রতিটি শ্লোকের মর্মার্থ বুঝে তবেই লিখতে পারবেন। ততক্ষণে তিনি ভাবার সময় পেয়ে গেলেন। 

এইভাবে শুরু হয় উত্তরাখণ্ডের এই ব্যাস গুহায় মহাভারত রচনার প্রারম্ভিক কাজ। সূচনার দিন থেকে মহাভারত সমাপ্ত হতে প্রায় ৩ বৎসর সময় লাগে। সংস্কৃত ভাষায় রচিত ভারতবর্ষের সর্ববৃহৎ মহাকাব্য এই মহাভারত। যা হিন্দু শাস্ত্রের ইতিহাসে অন্তর্গত। এই মহাভারতের রচয়িতা ছিলেন মহামুনি ব্যাসদেব।