এই প্রাণীটি প্রতিবছর ৭ লক্ষ মানুষকে হত্যা করে, যা আমাদের চারপাশে ঘোরাফেরা করে

Most dangerous animals in the world: আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? তাহলে আপনি নিশ্চয়ই বলবেন বাঘ, সিংহ, কুমির কিংবা সাপ। কিন্তু এদের মধ্যে কোনোটিও নয়। যদিও তারা খুবই হিংস্র কিন্তু তাদের পেছনে ফেলেছে একটি ছোট্ট প্রাণী। যা আপনি কল্পনাও করতে পারবেন না। যাদের কামড়ে অসংখ্য মানুষ প্রাণ হারান।

এই প্রতিবেদনে মশার (mosquitoes) কথা বলা হয়েছে। আপনি জেনে অবাক হবেন, এই ছোট পতঙ্গটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেয়। আপনি যদি এই প্রাণীটিকে ক্ষুদ্র বলে অবহেলা করেন, তাহলে আপনি মূর্খের সাগরে বসবাস করছেন। রিপোর্ট অনুযায়ী জানা গেছে, মশার কামড়ে প্রতিবছর ৭ লক্ষেরও বেশি মানুষ  প্রাণ হারায়। অন্য কোনও হিংস্র প্রাণীর কারণে এত বেশি মানুষের মৃত্যু হয়না।

Image

তবে মশা ছাড়াও আরো অনেক হিংস্র প্রাণী রয়েছে যাদের কারণে মানুষের মৃত্যু হয়। সিংহ-বাঘের মত প্রাণীরা বিপজ্জনক হলেও কিন্তু সাইন্সফোকাসের রিপোর্ট অনুযায়ী, এরা বছরে মাত্র ২০০ জন মানুষকে হত্যা করে। কুকুরকে সবচেয়ে নিরীহ প্রাণী বলে অনেকেই ভুল করেন। প্রতিবছর কুকুরের কামড়ে ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।   

Image

জলে বসবাসকারী কুমিরের (crocodiles) কথা বললে, এদের কারণে বছরের ৬০০ মানুষ মারা যায় এবং হাতিও একই সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়। তবে এদের থেকেও অনেক বেশি হিংস্র সাপ, যাদের কারণে প্রতিবছর প্রায় ১.৩৮ লক্ষ মানুষের মৃত্যু হয়। এছাড়াও অ্যাসাসিন বাগস (Assassin Bugs) নামের একটি পোকার কারণে ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও কাঁকড়া বিছার (Scorpion) দংশনে প্রতিবছর ৩,০০০ মানুষের মৃত্যু হয়।

Image

প্রসঙ্গত, মশা মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। এই রক্তচোষা পতঙ্গটি তাদের সাথে করে কয়েকটি প্রাণঘাতী রোগ বহন করে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার কারণে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। মশা নিয়ে বিভিন্ন সময়ে নানান সতর্কবার্তা দেওয়া হলেও তা অনেকেই সেসব এড়িয়ে যায় এবং প্রাণঘাতী রোগের কবলে পড়ে।